ইটালি: ২০২৩ সালে মৌসুমি ও স্পনসর ভিসার ডিক্রি ঘোষণা
ইউরোপের বাইরে থাকা কতজন অভিবাসী কাজের ভিসায় ইটালিতে আসতে পারবেন সেটি নিয়ে প্রতি বছর ডিক্রি জারি করে দেশটির সরকার। ২০২৩ সালের জন্য এই সংখ্যা সাত হাজার বাড়িয়ে ৮২ হাজার ৭০৫টি করা হয়েছে।
ইউরোপের বাইরে থাকা কতজন অভিবাসী কাজের ভিসায় ইটালিতে আসতে পারবেন সেটি নিয়ে প্রতি বছর ডিক্রি জারি করে দেশটির সরকার। ২০২৩ সালের জন্য এই সংখ্যা সাত হাজার বাড়িয়ে ৮২ হাজার ৭০৫টি করা হয়েছে।
ইটালির বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে তিনব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অননুমোদিত অভিবাসনে সহায়তাকারী একটি অপরাধচক্রের সঙ্গে তারা জড়িত বলে মনে করছে দেশটির পুলিশ৷ তাদের গ্রেপ্তারের পাশাপাশি অনেক স্থানে তল্লাশি অভিযানও চালানো হয়েছে৷
কাউন্সিল অফ ইউরোপের মানবাধিকার কমিশনার বলেছেন, ইটালির নতুন ডিক্রির ফলে মানবিক উদ্ধার জাহাজগুলি সমুদ্রে অভিবাসীদের দুর্দশা জানার পরেও তাদের উপেক্ষা করতে বাধ্য হচ্ছে৷ অভিবাসীদের মৌলিক চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত সহায়তা দিতেও দেরি হচ্ছে।
ইটালির উপকূলরক্ষীরা মাল্টার জলসীমানা থেকে আট জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে৷ এছাড়াও প্রায় ৪৬ অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে তারা৷ মৃত আট অভিবাসীদের মধ্যে এক অন্তঃসত্ত্বাসহ তিনজন নারী রয়েছেন।
লিবিয়ার এক বন্দিখানায় অভিবাসী নির্যাতনের অভিযোগে তদন্ত সাপেক্ষে তিন বাংলাদেশি ও দুই সুদানি নাগরিককে গ্রেপ্তার করেছে ইটালির পুলিশ৷
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে প্রবেশ করতে গিয়ে নিয়মিত নৌকা বা গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার হন শত শত অভিবাসী। এসব ব্যক্তিদের অবৈধ অভিবাসন সহজতর করার দায়ে দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অনুসন্ধানী সাংবাদিকতা তহবিল এবং লাইটহাউস রিপোর্টের সহায়তায় পড়ুন ইনফোমাইগ্রেন্টসের বিশেষ প্রতিবেদন।
ফ্রান্স-ইটালি সীমান্তের কাছে অবস্থিত জউসিয়ের এলাকা থেকে আটজন অনিয়মিত অভিবাসী ও তাদের গাড়ির চালককে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। আট অভিবাসীর সবাই আফ্রিকার দেশ গিনির নাগরিক।
এক দশক আগে ইটালির লাম্পেডুসার কাছে মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারান তিন শতাধিক অভিবাসী। ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী শাখার প্রধান বলেছিলেন, সারি সারি কফিনের সামনে দাঁড়িয়ে থাকার সময় তার পা কেঁপে উঠছিল। সেই কফিনগুলি ছিল অভিবাসীদের। অসংখ্য কফিনের আকার ছিল ছোট অথচ তার ভার অনেকটাই বেশি। ভূমধ্যসাগরে ডুবে একাধিক শিশুর মৃত্যু হয়। তারমধ্যে ছিল নবজাতকেরাও। ২০১৩ সালের পর কতটা বদলেছে পরিস্থিতি?
ইটালির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণের জন্য লিবিয়া সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন৷ নতুন চুক্তির সহায়তায় ভূমধ্যসাগরে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে একটি যৌথ টাস্কফোর্স স্থাপন করবে রোম৷
ইটালির মিলানের পুলিশ সংগঠন শহরের সদর দপ্তরের কর্মকর্তাদের সাহায্য চেয়ে আহ্বান জানিয়েছে৷ মিলানে আশ্রয়ের আবেদন জানাতে প্রতিদিন বিপুল ভিড় হয়। পুলিশ এবং বিদেশিদের মধ্যে বচসা কখনো কখনো উত্তেজনার আকার নেয়৷ সম্প্রতি একটি বিক্ষোভ সামলাতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ৷
ইটালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাইয়ানি বলেছেন, অবৈধ পথে অভিবাসন ঠেকাতে বেশি পরিমাণে বৈধ অভিবাসী নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার সরকার৷
‘অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইকে কৌশলগত অগ্রাধিকার’ হিসেবে দেখছে তুরস্ক ও ইটালি৷ আঙ্কারা সফরে গিয়ে ইটালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এমন মন্তব্য করেছেন৷