ক্রোয়েশিয়া: সীমান্ত প্লাবিত হয়ে মৃত তিন অভিবাসী
ক্রোয়েশিয়া এবং বসনিয়া-হ্যারত্সেগোভিনার মধ্যে সীমান্ত এলাকা প্লাবিত হয়ে তিন অভিবাসীর মৃত্যু হয়েছে।
ক্রোয়েশিয়া এবং বসনিয়া-হ্যারত্সেগোভিনার মধ্যে সীমান্ত এলাকা প্লাবিত হয়ে তিন অভিবাসীর মৃত্যু হয়েছে।
ক্রোয়েশিয়া সীমান্তে থাকা কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার ঘোষণা করেছে প্রতিবেশী দেশ স্লোভেনিয়া৷ অনিয়মিত পথে আসা অভিবাসীদের রুখতে এই বেড়া দেয়া হয়েছিল৷
ফ্রন্টেক্স জানিয়েছে, পশ্চিম বলকান দেশগুলিতে শুধুমাত্র মে মাসেই ১২,০৮৮ জন অনিয়মিত অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। এই অঞ্চল সংশ্লিষ্ট ইইউ সীমান্তে নিয়মিত দমন, নিপীড়ন এবং হিংস্র পুশব্যাকের ঘটনা ঘটে।
সার্বিয়ায় সরকারি বিভিন্ন আশ্রয়কেন্দ্র বর্তমানে সাড়ে চার হাজারের বেশি অভিবাসী ও শরণার্থী রয়েছেন৷ তাদের মধ্যে সংখ্যায় আফগানিস্তান, সিরিয়ার পরেই রয়েছেন বাংলাদেশিরা৷
ইব্রাহিম রসুল রেফারি হিসেবে তার চাকুরি বেশ পছন্দ করতেন কেননা এই পেশায় পরস্পরের প্রতি সম্মান এবং সমতার বিষয়টি ছিল৷ কিন্তু ৩৩ বছর বয়সি এই আফগান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্তে শরণার্থীদের সঙ্গে যে আচরণ করা হয় তাতে কোনো সমতা দেখেন না৷
বলকান রুটে অভিবাসনপ্রত্যাশীদের সাথে থাকা এক জার্মান সাংবাদিককে আটক করেছে ক্রোয়েশিয়া৷
বসনিয়াতে ঠাণ্ডা বাড়ায় দেশটির সঙ্গে থাকা ক্রোয়েশিয়া সীমান্ত অতিক্রম করে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবেশের শরণার্থীদের চেষ্টাও বাড়ছে৷ তবে, সীমান্তে পুলিশের বেধড়ক মারধর আর নিগ্রহের শিকার হয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে৷
ক্রোয়েশিয়ার পুলিশ অধিদপ্তর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বসনিয়ার সীমান্তে অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতায় অংশগ্রহণকারী তিন ক্রোয়েশীয় সীমান্ত পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে।