ক্যানারি উপকূলে নিখোঁজ অভিবাসীদের মৃতদেহ শনাক্তে পরিবারগুলোর সংগ্রাম
পশ্চিম আফ্রিকার সেনেগাল ও মরক্কোসহ বিভিন্ন উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে হাজার হাজার অভিবাসী প্রাণ হারিয়েছেন৷ এই বিশাল রূটে চলা অনেক অভিবাসী নৌকা উপকূলে পৌঁছার আগেই নিখোঁজ হয়ে যায়৷ দীর্ঘ অপেক্ষার পরেও ভুক্তভোগীদের পরিবারগুলো নিহত অথবা নিখোঁজ আত্নীয়দের কোন সন্ধান পান না৷