ইটালি: ২০২৩ সালে মৌসুমি ও স্পনসর ভিসার ডিক্রি ঘোষণা
ইউরোপের বাইরে থাকা কতজন অভিবাসী কাজের ভিসায় ইটালিতে আসতে পারবেন সেটি নিয়ে প্রতি বছর ডিক্রি জারি করে দেশটির সরকার। ২০২৩ সালের জন্য এই সংখ্যা সাত হাজার বাড়িয়ে ৮২ হাজার ৭০৫টি করা হয়েছে।
ইউরোপের বাইরে থাকা কতজন অভিবাসী কাজের ভিসায় ইটালিতে আসতে পারবেন সেটি নিয়ে প্রতি বছর ডিক্রি জারি করে দেশটির সরকার। ২০২৩ সালের জন্য এই সংখ্যা সাত হাজার বাড়িয়ে ৮২ হাজার ৭০৫টি করা হয়েছে।
ইউরোপের দেশ পর্তুগালে থাকেন বাংলাদেশের জুবের আহমেদ। প্রায় আট বছর ধরে পুর্তগালে আছেন তিনি। এরইমধ্যে দেশটিতে থাকা বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন জুবের।
অনিয়মিত পথে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টার দায়ে রোমানিয়া থেকে চার বাংলাদেশি ও দুইজন ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশে ‘ডিপোর্ট’ করা হয়েছে। পাশাপাশি তাদেরকে আগামী পাঁচ বছরের জন্য রোমানিয়া ও শেঙেন জোনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় মানবপাচারের অন্যতম প্রধান কারণ। রিপোর্টে জলবায়ুগত বিপর্যয়ের কারণে জনসংখ্যার স্থানচ্যুতির উদাহরণ হিসেবে ফিলিপাইন্স এবং বাংলাদেশে আঘাতকারী বিধ্বংসী ঘূর্ণিঝড় ও দূর্যোগের কথা উল্লেখ করা হয়েছে।
গত বছর রোমানিয়ায় ১২ হাজার ৩০০টিরও বেশি আশ্রয় আবেদন নিবন্ধিত হয়েছে। ইউক্রেনীয়দের পর দেশটিতে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন করেছেন যথাক্রমে ভারত, বাংলাদেশ, সিরিয়া ও পাকিস্তানের নাগরিকেরা। সর্বমোট এক হাজার ৩৬৪ জন বাংলাদেশি ২০২২ সালে রোমানিয়ার আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন।
অনিয়মিত উপায়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রতিনিয়তই মৃত্যু হচ্ছে বাংলাদেশের তরুণদের৷ মৃত্যুর এই যাত্রায় সবশেষ যুক্ত হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কলেজছাত্র তানিল আহমেদ৷
ফরাসি আশ্রয় বিষয়ক দপ্তর (অফপ্রা) ২০২২ সালের প্রাথমিক আশ্রয় পরিসংখ্যান প্রকাশ করেছে৷ প্রকাশিত তালিকায় দেখা গেছে, গত বছর ৮,৬০০ আবেদন নিয়ে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ আবেদনকারী হিসেবে আছেন বাংলাদেশিরা।
বলকান দেশ রোমানিয়ায় গত বছর ১৩ হাজারের কাছাকাছি বাংলাদেশি কাজ, উচ্চ শিক্ষা ও পারিবারিক ভিসা নিয়ে এসেছেন৷ তবে মাত্র তিন হাজারের কিছু বেশি বছরের শেষ পর্যন্ত বৈধ ভিসা নিয়ে দেশটিতে অবস্থান করছিলেন৷ দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ইনফোমাইগ্রেন্টসকে এ তথ্য জানিয়েছে৷
অনিয়মিত উপায়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা প্রায় ৬৫০ জন অনিয়মিত অভিবাসীকে লিবিয়ার পূর্ব উপকূল থেকে আটক করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশি, সিরীয় ও মিশরীয় অভিবাসীদের আটকের কথা পূর্বাঞ্চলের নৌ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বাংলাদেশের নাগরিকরা রোমানিয়ার ইস্যু করা ওয়ার্ক পারমিট ভিসার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন ভারত, নেপাল ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত রোমানিয়ার রাষ্ট্রদূত ড্যানিয়েলা সেজোনভ টেনে। ঢাকায় এফবিসিসিআই প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।
স্পেন থেকে ফ্রান্সে পাঁচ বাংলাদেশি অনিয়মিত অভিবাসীকে পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত৷ অভিবাসীরা তাকে পরিবহনের খরচ বাবদ মাংস প্রদান করেছিল বলে আদালতে স্বীকার করেন সাজাপ্রাপ্ত ব্যক্তি৷
বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে অনিয়মিত পথে ইউরোপে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা পুলিশ৷ তার বিরুদ্ধে লিবিয়ায় ২০২০ সালে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷