বাংলাদেশি অভিবাসীদের শোষণ বন্ধে পদক্ষেপের আহ্বান
ইউরোপের দেশ পর্তুগালে থাকেন বাংলাদেশের জুবের আহমেদ। প্রায় আট বছর ধরে পুর্তগালে আছেন তিনি। এরইমধ্যে দেশটিতে থাকা বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন জুবের।
ইউরোপের দেশ পর্তুগালে থাকেন বাংলাদেশের জুবের আহমেদ। প্রায় আট বছর ধরে পুর্তগালে আছেন তিনি। এরইমধ্যে দেশটিতে থাকা বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ হয়ে উঠেছেন জুবের।
ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে শরণার্থী কাউন্সিল দাবি করেছে, “গত বছর ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা অভিবাসীদের দশজনের মধ্যে অন্তত ছয় জন (৬০%) আশ্রয় প্রক্রিয়ার মাধ্যমে শরণার্থী হিসাবে স্বীকৃতি পাবেন।” সংস্থাটি আরও দাবি করেছে, যুক্তরাজ্যে পুনর্বাসন কর্মসূচির আওতায় আসা লোকের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে প্রবেশ করতে গিয়ে নিয়মিত নৌকা বা গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার হন শত শত অভিবাসী। এসব ব্যক্তিদের অবৈধ অভিবাসন সহজতর করার দায়ে দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অনুসন্ধানী সাংবাদিকতা তহবিল এবং লাইটহাউস রিপোর্টের সহায়তায় পড়ুন ইনফোমাইগ্রেন্টসের বিশেষ প্রতিবেদন।
এক দশক আগে ইটালির লাম্পেডুসার কাছে মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারান তিন শতাধিক অভিবাসী। ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী শাখার প্রধান বলেছিলেন, সারি সারি কফিনের সামনে দাঁড়িয়ে থাকার সময় তার পা কেঁপে উঠছিল। সেই কফিনগুলি ছিল অভিবাসীদের। অসংখ্য কফিনের আকার ছিল ছোট অথচ তার ভার অনেকটাই বেশি। ভূমধ্যসাগরে ডুবে একাধিক শিশুর মৃত্যু হয়। তারমধ্যে ছিল নবজাতকেরা...
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে অভিবাসী বিরোধী প্রাচীর তৈরিতে অর্থায়ন করবে না ইইউ। এমন ঘোষণা করেছেন স্বরাষ্ট্র বিষয়ক ইউরোপীয় কমিশনার ইলভা ইওহানসন। তবে তিনি বিভিন্ন দেশের সীমান্তে এমন বেড়া নির্মাণের বিরোধিতা করেননি।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় মানবপাচারের অন্যতম প্রধান কারণ। রিপোর্টে জলবায়ুগত বিপর্যয়ের কারণে জনসংখ্যার স্থানচ্যুতির উদাহরণ হিসেবে ফিলিপাইন্স এবং বাংলাদেশে আঘাতকারী বিধ্বংসী ঘূর্ণিঝড় ও দূর্যোগের কথা উল্লেখ করা হয়েছে।
ইউরোপীয় কমিশন অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবর্তন বাড়ানোর জন্য একটি নতুন কৌশল নিয়েছে। ইইউ সদস্য দেশগুলিকে একযোগে কাজ করার পাশাপাশি ফ্রন্টেক্সের মতো সংস্থাকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছিল।
গ্রিসে অনুসন্ধান ও উদ্ধার স্বেচ্ছাসেবী সারাহ মার্ডিনি এবং শন বাইন্ডারের বিরুদ্ধে একটি মামলা আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু মানবিক সহায়তাকে অপরাধ হিসাবে দেখানোর বিষয়টি বন্ধ করতে হাজারো অনুরোধ সত্ত্বেও ইউরোপ জুড়ে শত শত লোক মানব পাচারের মতো অভিযোগের মুখোমুখি হচ্ছে। এই নিয়ে ইনফোমাইগ্রেন্টসের বিস্তারিত প্রতিবেদন।
গত বছর রোমানিয়ায় ১২ হাজার ৩০০টিরও বেশি আশ্রয় আবেদন নিবন্ধিত হয়েছে। ইউক্রেনীয়দের পর দেশটিতে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন করেছেন যথাক্রমে ভারত, বাংলাদেশ, সিরিয়া ও পাকিস্তানের নাগরিকেরা। সর্বমোট এক হাজার ৩৬৪ জন বাংলাদেশি ২০২২ সালে রোমানিয়ার আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন।
ফেরি দিয়ে অনিয়মিতভাবে প্রবেশ করা ভিয়েতনামী অভিবাসীদের ইংল্যান্ডে পাচারের অভিযোগে চার ব্যক্তিকে সাজা দিয়েছে ফ্রান্সের আদালত। অভিযুক্তদের মধ্যে দুইজন সামাজিক যোগাযোগ সাইট স্ন্যাপচ্যাটের বিজ্ঞাপনের মাধ্যমে পাচারচক্রে যোগ দেন।