তুরস্ক ও গ্রিসের ‘তিক্ত সম্পর্কে’ আটকা অভিবাসীদের ভাগ্য
ইউরোপে গ্রীষ্ম শুরুর আগেই বেশ কয়েক সপ্তাহ ধরে তুরস্ক উপকূল থেকে এজিয়ান সাগর পাড়ি দেওয়ার চেষ্টা বাড়ছে। এথেন্স জানিয়েছে, গ্রিক কোস্ট গার্ড বছরের শুরু থেকে ৪০ হাজার অনিয়মিত অভিবাসীকে গ্রিসে প্রবেশে বাধা দিয়েছে। গ্রিস সরাসরি নাম উল্লেখ না করেই ব্যাপক অভিবাসী স্রোতের জন্য তুরস্ককে অভিযুক্ত করেছে।