রোমানিয়ায় আটক ৮০০ অনিয়মিত অভিবাসী, ডিপোর্ট শতাধিক
অনিয়মিত ও অনথিভুক্ত অভিবাসী এবং অনুমতি ছাড়া কর্মরত অনিয়মিত বিদেশিদের খোঁজে চলতি বছরের প্রথম দুই মাসে পাঁচ হাজার ১০০টিরও বেশি অভিযান পরিচালনা করেছে রোমানিয়া৷ এসব অভিযানে প্রায় ৮০০ জন অনিয়মিত অভিবাসীকে আটক ও ১০০ জনেরও বেশি অভিবাসীকে ডিপোর্ট বা নিজ দেশ ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।