বিদেশি দক্ষ কর্মীদের কাছে টানতে ক্যানাডার কৌশল নিচ্ছে জার্মানি
বিদেশি দক্ষ কর্মীদের কাছে টানতে ক্যানাডার কৌশল কাজে লাগাতে চায় জার্মানি৷ আর এ জন্য দেশটিতে সফরে গেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার এবং শ্রমমন্ত্রী হুবেরটুস হাইল৷
বিদেশি দক্ষ কর্মীদের কাছে টানতে ক্যানাডার কৌশল কাজে লাগাতে চায় জার্মানি৷ আর এ জন্য দেশটিতে সফরে গেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার এবং শ্রমমন্ত্রী হুবেরটুস হাইল৷
যুক্তরাজ্য সরকারের বিতর্কিত অভিবাসন নীতির সমালোচনা করে দেশটির সংবাদ মাধ্যম বিবিসির চাকরি হারিয়েছিলেন সাবেক ফুটবল তারকা গ্যারি লিনেকার৷ তাতে সমালোচিত হয়েছিল সংবাদমাধ্যমটি৷
অভিবাসীদের চার হাজার মাইল দূরের রুয়ান্ডায় স্থানান্তরে উদ্যোগ নিয়েও এখনো সফল হয়নি যুক্তরাজ্য৷ আইনি বাধার মুখে পড়ে অভিবাসী স্থানান্তরে একটি ফ্লাইটও পরিচালনা করতে পারেনি দেশটি৷ এর মধ্যেই অভিবাসী পরিবহনে তিন বছরের একটি চুক্তিতে যাচ্ছে তারা৷ যার সম্ভাব্য ব্যয় ৯৫ মিলিয়র ডলার৷
অভিবাসন ইস্যুতে গ্রিস কঠোর নীতি গ্রহণের প্রতিবাদে সরব হয়েছে দেশটিতে অবস্থানরত শত শত শরণার্থী৷ এমনকি দেশটির সরকার পুশব্যাক বা জোর করে ফেরত পাঠানোর মাধ্যমে আশ্রয়প্রার্থীদের ‘হত্যা‘ করেছ বলেও অভিযোগ করেছেন তারা৷
ইটালিতে অভিভাবক ও সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে। এ বছর এখন পর্যন্ত প্রায় দুই হাজার অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশী পরিবারের কাউকে ছাড়াই ইটালিতে এসেছেন।
মাল্টার বিরুদ্ধে ফের অ্যালার্ম বা সতর্কতা উপেক্ষা করে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। লিবিয়ার উপকূলে সবশেষ নৌকাডুবির ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে এই অভিযোগ এনেছে অধিকারকর্মীরা।
বিপদসঙ্কুল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালির বারিতে পৌঁছে লিবিয়ায় ধর্ষণ, মারধরসহ নানা ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শতাধিক অভিবাসনপ্রত্যাশী।
উন্নত জীবনের খোঁজে নিজ দেশ গিনি ছেড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঠিক পৌঁছেছেন ইটালি। আর ইউরোপে পা রাখার দিন না পেরোতেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন অভিবাসনপ্রত্যাশী মারিয়ামা।
সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটে চলতি বছরের প্রথম দুই মাসে অনিয়মিত সীমান্ত পারাপার দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষা বিষয়ক সংস্থা ফ্রন্টেক্স।
সংস্কার ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে ডাবলিন রেগুলেশন বা বিধিমালাটি কার্যকর করতে সম্মত হয়েছে ইউরোপীয় দেশগুলো। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে বৃহস্পতিবার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার আনুষ্ঠানিক আটককেন্দ্রগুলোতে পাঁচ হাজারের মতো অভিবাসীকে আটক করে রাখা হয়েছে৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, বাস্তব পরিস্থিতি আরো ভয়ানক৷
চলমান শীতে অভিবাসনপ্রত্যাশীদের আরেকটি ঢেউ মোকাবিলা করছে জার্মানির শহরগুলো৷ তবে এই স্রোত যুদ্ধ থেকে পালিয়ে আসা ইউক্রেনের নাগরিকদের নয়৷ এরা আসছেন পশ্চিম বলকানের দেশগুলো থেকে৷