অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠাতে শুরু করেছে বসনিয়া
বসবাসের অনুমতি না থাকা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরুর ঘোষণা দিয়েছে বসনিয়া অ্যান্ড হ্যারৎসেগোভিনা৷ পরাীক্ষামূলকভাবে দুইজন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ৷ বলকান রুটের দেশটি এতদিন ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার হলেও সেখানে আশ্রয় আবেদনে আগ্রহীর সংখ্যাও বেড়ে চলেছে, যার মধ্যে শীর্ষে বাংলাদেশিরা৷