গল্পের শেষটা সুন্দর হোক, প্রত্যাশা ইয়োনাসের
যুক্তরাজ্যে শরণার্থী মর্যাদায় আছেন ইরিত্রিয়ান নাগরিক ইয়োনাস৷ তার ছোটো দুই ভাইও ইরিত্রিয়া থেকে পালিয়ে এসেছেন সুদানে৷ দুই ভাইকে নিজের কাছে, অর্থাৎ যুক্তরাজ্যে নিয়ে আসতে বছরখানেক আগে থেকে কাগজপত্র গোছানোর কাজ শুরু করেছেন৷