ফ্রান্সে অনিয়মিত অভিবাসী তরুণদের বহিষ্কার আদেশ প্রদানের হার বেড়েছে
ফরাসি রাজধানী প্যারিসের অদূরে অবস্থিত উ-দ্য-সেইন বা ৯২ নং ডিপার্টেমেন্টে অনিয়মিত বিদেশি তরুণদের ফরাসি অঞ্চল ত্যাগ করার বাধ্যবাধকতা বা ওকিউটিএফ নামক আইনি নোটিশ প্রদানের হার বেড়েছে। এসব তরুণদের বেশিরভাগের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের প্রমাণ এবং একটি চাকরির চুক্তির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও গণহারে বহিষ্কার আদেশ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে অভিবাসন সংস্থা ও এনজিওগুলো।