যুক্তরাজ্যে নতুন আইন, অভিবাসনপ্রত্যাশীরা হবেন ‘অপরাধী’
‘স্মল বোটস বিল’ বা ‘ছোট নৌকা আইন’ নামে একটি নতুন আইনের প্রস্তাব করেছে যুক্তরাজ্য সরকার৷ এই আইনের আওতায় ইংলিশ চ্যানেলে পাড়ি দিয়ে আসা অভিবাসর প্রত্যাশীদের ‘‘অপরাধী’’ হিসেবে গণ্য করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন আইন দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টা থামানো যাবে না৷