ফ্রান্সের আফগান দূতাবাসের বিরুদ্ধে ‘কনস্যুলার পাস’ প্রদানের অভিযোগ
ফ্রান্সে বহিষ্কারের ঝুঁকিতে থাকা একজন অনিয়মিত আফগান অভিবাসীর বিরুদ্ধে একটি কনস্যুলার পাস জারি করেছে প্যারিসের আফগান দূতাবাস। যদিও তালেবান কাবুল দখলের পর থেকে ফরাসি সরকারের আনুষ্ঠানিক অবস্থান হল কাবুলে কাউকে বহিষ্কার করা হবে না। পড়ুন ইনফোমাইগ্রেন্টসের বিশেষ প্রতিবেদন।