ফুটবল বিশ্বের নতুন তারকা সিরীয় শরণার্থী রুনি
মাত্র ১৫ বছর বয়সে প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সিরীয় শরণার্থী ফুটবলার রুনি বার্দঘজি। সুইডিশ জাতীয়তা পাওয়া এই ফুটবলার ড্যানিশ ক্লাব এফসি কোপেনহেগেনের একজন খেলোয়াড। তার পরিবারের দেশত্যাগের দুঃসহ যাত্রাসহ বিস্তারিত পড়ুন ইনফোমাইগ্রেন্টসকে দেয়া রুনি বার্দঘজির সাক্ষাৎকারে।