কালেতে এনজিওগুলোর খাদ্য বিতরণ কর্মসূচী নিষিদ্ধের ডিক্রিটি ‘অসামঞ্জস্যপূর্ণ’
মঙ্গলবার উত্তর ফ্রান্সের প্রশাসনিক আদালতের পাবলিক র্যাপোর্টার এক পর্যবেক্ষণে বলেছেন, দুই বছরে ধরে ‘কালে’ শহরের কেন্দ্রস্থলে খাদ্য ও পানীয় বিতরণ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিতে জারি করা ডিক্রিটি ‘অসামঞ্জস্যপূর্ণ’৷ সহায়তা কার্যক্রমের প্রক্রিয়া জটিল করার লক্ষ্যে ডিক্রিটি দেয়া হয়েছে বলে মন্তব্য করেন পাবলিক র্যাপোর্টার পল গ্রুউটশ৷