প্যারিসের ভিলমিন পার্ক থেকে ইউরোপের শরণার্থী জীবনের বাস্তব গল্প
রবিবার থেকে প্যারিসের ১০ নং ডিস্ট্রিক্ট এর ভিলমিন পার্ক দখল করে থাকা ৩০০ অভিবাসীর দায়িত্ব অবশেষে সরকার নিয়েছে। বছরের পর বছর ধরে বিভিন্ন দেশের রাস্তায় রাত কাটিয়ে ক্লান্ত শরণার্থীদের জীবন যুদ্ধ ইউরোপে পৌঁছে আশ্রয় আবেদন করার পরেও শেষ হয়না। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে ব্যর্থ হয়ে জীবনের পথ খুজেঁ না পাওয়া শরণার্থীরা তাদের অভিজ্ঞতা জানিয়েছে ইনফোমাইগ্রেন্টসকে।