ভূমধ্যসাগরে মানবপাচারে রুশ ‘ওয়াগনার’ গ্রুপের প্রভাব নেই
সাম্প্রতিক মাসে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অবৈধ অভিবাসনের বৃদ্ধির জন্য রুশ আধাসামরিক গোষ্ঠী ওয়াগনার দায়ী, এমনটাই অভিযোগ এনেছে ইটালীয় কর্তৃপক্ষ। লিবিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ এমাদদ্দিন বাদির মতে, এটি একটি ‘অযৌক্তিক’ এবং ‘অসমর্থিত’ বক্তব্য।