ইউরোপে প্রশাসনিক জটিলতায় ইউক্রেনের শরণার্থীরা
ইউক্রেনের প্রতি সহমর্মিতা আর সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পিছপা হয়নি ইউরোপের কোনো দেশই৷ তবে প্রশাসনিক জটিলতার কারণে কিছু দেশে সমাজের মূলধারায় একীভূত হতে সমস্যায় পড়ছেন যুদ্ধাক্রান্ত দেশটির শরণার্থীরা৷
ইউক্রেনের প্রতি সহমর্মিতা আর সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পিছপা হয়নি ইউরোপের কোনো দেশই৷ তবে প্রশাসনিক জটিলতার কারণে কিছু দেশে সমাজের মূলধারায় একীভূত হতে সমস্যায় পড়ছেন যুদ্ধাক্রান্ত দেশটির শরণার্থীরা৷
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও লিবিয়ার মধ্যকার চুক্তির আওতায় ইউরোপে প্রবেশে মরিয়া অভিবাসীদের পুনরায় আফ্রিকার দেশটির ‘নারকীয়’ পরিবেশে ফেরত পাঠানোর চর্চা বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷
‘‘আমরা এটা করতে পারি’’, জার্মানির সদ্য বিদায় নেয়া চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকটের সময় বলেছিলেন এ কথা৷ সেসময় এক সিরীয় পরিবার তাদের মেয়ের নাম রেখেছিলেন তার নামে৷ ছয় বছর পরও ম্যার্কেল তাদের মনে উচ্চাসনেই আছেন৷
গ্রিসে নৌকাযৌগে অভিবাসীদের ইউরোপে পৌঁছাতে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত ২৪ এনজিও কর্মীর বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে পঁচিশ বছরের জেল হতে পারে।
অনিশ্চিত ভবিষ্যত আরো অনিশ্চিত করে তুলেছে করোনা মহামারি৷ তাই হাজার হাজার আফ্রিকান ঝুঁকিপূর্ণ পথে সাগর পাড়ি দিয়ে পৌঁছাতে চাচ্ছেন স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে৷ ইউরোপে প্রবেশের এমন চেষ্টা করতে গিয়ে ঠিক কতজন মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি৷
বেলারুশ-পোল্যান্ড সীমান্তে আটকে পড়া অভিবাসীদের ইউক্রেন সাময়িকভাবে আশ্রয় দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ৷ তবে দেশটির রাজধানী কিয়েভে এই বিষয়ে সমর্থন তেমন একটা নেই৷
কোনো এক সময় ব্রিটেনে পৌঁছাবেন এমন আশায় শত শত অভিবাসী ফ্রান্সের কালে বন্দরে অস্থায়ী শিবির গড়ে অবস্থান করছেন৷ উপকূলরক্ষীদের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর অনিয়মিত অভিবাসীদের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার হার ব্যাপক আকারে বেড়েছে৷
আফগানিস্তানে তালেবানের পুনরায় উত্থানের পর অনেকেই দেশটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন৷ এজন্য কেউ কেউ মানবপাচারকারীদের সহায়তাও নিচ্ছেন৷ এমন এক পাচারকারী ডয়চে ভেলেকে তার এই অপরাধমূলক ব্যবসার নানা দিক জানিয়েছেন৷
গত ২০ বছরে তালেবান আসলেই আগের চেয়ে কম অসহিষ্ণু হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতিসংঘ৷ এদিকে, কাবুল বিমানবন্দর থেকে বিদেশি এবং তাদের সহায়তা করা আফগানদের অন্যত্র সরিয়ে নেয়া অব্যাহত রয়েছে৷
টোকিও অলিম্পিকের প্রাথমিক ধাপ পার হওয়ার মতো অবস্থাতেও ছিলেন না সিরীয় সাঁতারু ইয়ুসরা মারডিনি৷ তবে শরণার্থী দলের পতাকাবাহী এই ক্রীড়াবিদের অলিম্পিকে অংশগ্রহণটাই ফলাফলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল৷
লিবিয়ার বন্দিশিবিরগুলোতে অভিবাসনপ্রত্যাশী নারী, পুরুষ ও শিশুদের ওপর যৌন সহিংসতা এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি৷
বিপুল কৃষি পণ্য রপ্তানি করা ইউরোপীয় দেশগুলোর খামারে অনেক এশীয় শ্রমিকরা কাজ করেন৷ এসব শ্রমিকদের প্রায়ই মানবপাচারকারীদের বিভিন্ন চক্র নিয়ে আসে এবং অমানবিক পরিবেশে থাকতে বাধ্য করে৷