ভুয়া কর্মসংস্থান চুক্তি: জার্মানি পৌঁছাতে প্রতারণার শিকার মরক্কোর যুবকেরা
ইউরোপে পৌঁছানোর স্বপ্ন বাস্তবায়নের জন্য দালালের মাধ্যমে কর্মচুক্তি কেনা মরক্কোতে কোনও ব্যাপার নয়৷ আর এই কাজ করতে গিয়ে অনেক তরুণ মরোক্কান প্রতারণার শিকার হয়েছেন৷ এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছে ইনফোমাইগ্রেন্টস৷