ফ্রান্সে পণ্যবাহী ফ্রিজিং ট্রাক থেকে সাত অভিবাসী উদ্ধার
বেলজিয়াম থেকে ফ্রান্সগামী একটি পণ্যবাহী ফ্রিজিং ট্রাকের চালক শুক্রবার পুলিশকে জানান তার গাড়ির পিছনে কিছু লোক ঢুকে পড়েছে। পুলিশ ট্রাকে থাকা একটি পরিবারসহ সাত ইরাকি অভিবাসীকে উদ্ধার করে। ট্রাকের ভেতর অত্যন্ত ঠান্ডা থাকা সত্ত্বেও সবাইকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।