মাল্টা: ‘অর্ধেকেরও বেশি অনিয়মিত অভিবাসী এশিয়ার নিরাপদ দেশগুলোর’
২০২২ সালে মাল্টায় আসা অনিয়মিত অভিবাসীদের অর্ধেকেরও বেশি এশিযয়ার বিভিন্ন দেশ থেকে এসেছেন বলে জানা গেছে৷ দ্বীপরাষ্ট্রটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনিয়মিত অভিবাসীরা এমন জায়গা থেকে এসেছেন যেখানে কোনো যুদ্ধাবস্থা নেই৷