‘ইউরোপের সীমান্ত যুক্তরাষ্ট্র-মেক্সিকোর মতো হওয়া উচিত’
অনিয়মিত অভিবাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের মতো ইউরোপের বহিঃ সীমান্তকে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে ফেলা উচিত বলে মনে করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার।
অনিয়মিত অভিবাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের মতো ইউরোপের বহিঃ সীমান্তকে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে ফেলা উচিত বলে মনে করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার।
অস্ট্রিয়ায় রাজধানী ভিয়েনায় ২০১৫ সাল থেকে শরণার্থীদের প্রশিক্ষণ ও নিয়োগ দিয়ে আসছে হোটেল ম্যাগডাস। এই উদ্যোগে সফল হয়ে হোটেলটি রাজধানীর কেন্দ্রস্থলে তাদের ঠিকানা স্থানান্তরিত করেছে।
সার্বিয়া ভিসা ব্যবস্থায় কড়াকড়ি আরোপের কারণে গোটা বলকান রুটেই অভিবাসনের চিত্রে তার প্রভাব পড়েছে৷ অস্ট্রিয়া জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই পথে তাদের সীমান্তে প্রবেশ উল্লেখযোগ্য হারে কমেছে৷
ভারতীয় অভিবাসীর সংখ্যা বাড়ছে অস্ট্রিয়ায়৷ তাই ভারতের সঙ্গে অভিবাসন নিয়ে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হলো অস্ট্রিয়া। শ্রমবাজারে বৈধ অভিবাসনের আইনি বিকল্পের বিনিময়ে অনিয়মিত ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেয়া হবে।
অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার অভিযোগ করেছেন, দেশটিতে অবৈধভাবে আসা প্রায় ২০ হাজার অভিবাসী রোমানিয়া হয়ে এসেছেন এবং রোমানিয়ান পুলিশ এটি আগে থেকেই জানত৷ তবে রোমানিয়া পুলিশ এ ধরনের পরিসংখ্যানের তথ্য নিশ্চিত করেনি৷
অস্ট্রিয়া চ্যান্সেলর কার্যালয় জানিয়েছে, ২০২২ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে ৯৬ হাজার আশ্রয়ের আবেদন নিবন্ধন করা হয়েছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর ফলে আবাসন সংকট তৈরি হওয়ায় নতুন আশ্রয়প্রার্থীরা মানবেতর অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন।
বলকান রুটগুলোতে নিরাপত্তা বাড়াতে নতুন একটি চুক্তি সাক্ষর করেছে ইউরোপের তিন দেশ অস্ট্রিয়া, সার্বিয়া এবং হঙ্গেরি৷ এই তিন দেশ মনে করছে, অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরোপের নীতি ব্যর্থ হয়েছে৷
শীতের আগে আশ্রয়প্রার্থীদের জন্য অস্থায়ী তাঁবুতে থাকার ব্যবস্থা করেছে অস্ট্রিয়া কর্তৃপক্ষ৷ এর কড়া সমালোচনা করেছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো৷ তবে সরকার বলছে আবাসন সংকটের কারণে এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে তারা৷
ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার আশা রাখতে চাইলে সার্বিয়াকে তার ভিসার নিয়ম বদলাতে হবে৷ নয়ত এমনকি ইইউর সঙ্গে দেশটির ভিসা চুক্তিও বাতিল হতে পারে৷ অনিয়মিত অভিবাসন ঠেকাতে দেশটিকে এমন বার্তা দিয়েছে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন৷
গত পাঁচ মাসে ৬৮ হাজারের বেশি অনিয়মিত পথে আসা অভিবাসী ও আশ্রয়প্রার্থীকে আটক করেছে অস্ট্রিয়া৷ এদের একটি বড় অংশ দক্ষিণ এশীয় যারা উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন৷
পশ্চিম বলকান হয়ে অভিবাসন স্রোত ঠেকাতে নতুন ব্যবস্থা নিবে হাঙ্গেরি, অস্ট্রিয়া ও সার্বিয়া৷ সোমবার এক বৈঠক থেকে এমন অঙ্গীকার করেছেন দেশগুলোর নেতারা৷
পশ্চিম বলকান দেশগুলো হয়ে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে একসঙ্গে জোরদার কার্যক্রম চালাবে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড৷ বুধবার দুই দেশের সরকারের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷