ইউরোপে ২০৫ জন সন্দেহভাজন মানবপাচারকারী আটক
মানবপাচারের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২০৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নের৷
মানবপাচারের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২০৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নের৷
রুশ সেনারা ইউক্রেনের মিকোলাইভে হামলা চালালে নিজের দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন ভালেন্টিনা এজোভা৷ এই ইউক্রেনীয় নারীর বয়স ৭২ বছর৷ ইউক্রেন থেকে মলদোভা হয়ে অস্ট্রিয়ায় পৌঁছান তিনি৷ জাতিসংঘের পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) কাছে নিজের কথা জানিয়েছেন ভালেন্টিনা৷
বসনিয়া ও হ্যারৎসেগোভিনার উনা-সানা অঞ্চল দিয়ে অনিয়মিত উপায়ে অস্ট্রিয়া প্রবেশের প্রচলিত পথে অভিবাসীদের আগমন কমেছে৷ তার বদলে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে বলকান রুটে অভিবাসীরা নতুন পথ খুঁজে নিচ্ছেন৷
অস্ট্রিয়া সরকার প্রকাশিত সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর দেশটিতে আশ্রয়ের জন্য আবেদন করা প্রায় ৪,৫০০ অভিভাবকহীন শিশু নিখোঁজ হয়েছে। এসব শিশুদের অনেকেই মানব পাচারকারীদের হাতে পড়ার ঝুঁকিতে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রাকের নীচে লুকানো বাক্সতে করে পাচারকালে আট অভিবাসীকে উদ্ধার করেছে অস্ট্রিয়ান পুলিশ৷ তাদের সবাই তীব্র ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন৷ এমনকি কয়েকজন অজ্ঞান ছিলেন বলেও জানিয়েছে পুলিশ৷
অস্ট্রিয়া কর্তৃপক্ষ শনিবার ২৭ নভেম্বর জানিয়েছে, সিরিয়া, লেবানন ও মিশর থেকে আসা অভিবাসীদের জার্মানিতে পাচার করার সন্দেহে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাথে থাকা ১৪টি যানবাহনও জব্দ করা হয়েছে।
হাঙ্গেরি সীমান্তের কাছে অস্ট্রিয়ায় একটি মালবাহী ভ্যান থেকে দু’জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাড়িতে আরো ছাব্বিশজন অভিবাসন প্রত্যাশীকে পাওয়া গেছে। গাড়ির চালক পুলিশের অভিযান শুরুর আগেই পালিয়ে যায়।
আফগানিস্তানের নতুন তালেবান সরকার ইউরোপ থেকে বহিষ্কৃত যে কোনো আফগান অভিবাসীকে গ্রহণ করবে এবং তাদের আদালতের মুখোমুখি করা হবে বলে একটি অস্ট্রিয়ান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
আশ্রয়ের আবেদন বাতিল হওয়া এক আফগানকে চলতি মাসের শেষ অবধি অস্ট্রিয়াতে থাকার অনুমতি দিয়েছে দেশটির সরকার৷ ইউরোপে আশ্রয় নেয়া আফগানদের আফগানিস্তানে ফেরত না পাঠাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি বারবার আহ্বান জানাচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থা৷