আফগান অভিবাসীদের ডিপোর্ট করার কথা ভাবছে জার্মানি
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে কোনো আফগান নাগরিককে জোর করে দেশটিতে ফেরত পাঠায়নি জার্মানি। শুধু আফগান আশ্রয়প্রার্থীদেরই নয়, যারা জার্মানিতে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছেন বা যাদের সমাজের জন্য হুমকি হিসেবে দেখা হয়েছে, তাদেরকেও ফেরত পাঠানো হয়নি বা ডিপোর্ট করাও হয়নি।