অভিবাসীকে মারধরের দায়ে তিন ইটালীয়র দুই বছরের সাজা
আফ্রিকান বংশোদ্ভূত একজন অভিবাসীকে মারধর করার দায়ে তিন ইটালীয়কে দুই বছরের কারাবাসের সাজা দিয়েছে আদালত৷ ওই আফ্রিকান ব্যক্তি ঘটনার কয়েকদিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন৷
আফ্রিকান বংশোদ্ভূত একজন অভিবাসীকে মারধর করার দায়ে তিন ইটালীয়কে দুই বছরের কারাবাসের সাজা দিয়েছে আদালত৷ ওই আফ্রিকান ব্যক্তি ঘটনার কয়েকদিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন৷
সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তহবিল ঘাটতির ফলে শরণার্থীরা এবং বাধ্য হয়ে বাস্তুচ্যুত হওয়া মানুষদের সহায়তায় টান পড়েছে৷ সারাবিশ্বে বেশ কয়েকটি সহায়তামূলক কাজে কাটছাঁট করতে বাধ্য হয়েছে ইউএনএইচসিআর৷ এর ফলে বাংলাদেশ ও কলম্বিয়ার মতো দেশেও পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে উল্লেখ করেছে তারা৷
লিবিয়ায় আটকে থাকা বিভিন্ন দেশের অন্তত ৯৫ জন শরণার্থী ইউএনএইচসিআর-এর চার্টার ফ্লাইটে ইটালি পৌঁছেছেন৷ দেশটির সরকার ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত এক উদ্যোগের ধারাবাহিকতায় তাদের নিয়ে আসা হয়েছে৷
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের লিবিয়া সংলগ্ন সীমান্তের মরুভূমি থেকে ১০ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানায়৷
নিম্ন ও মধ্যম আয়ের দেশের অভিবাসীরা ২০২১ সালে নিজ নিজ দেশে ৬০ হাজার পাঁচশ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন৷ বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়৷
ইউক্রেন থেকে পালানোর সময় বর্ণবাদের শিকার হওয়া অনেক আফ্রিকান জানিয়েছেন যে তারা এখন জার্মানিতে বৈষম্যের শিকার হচ্ছেন৷
২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রস্তুতির কাজে গিয়ে ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার’ হয়েছেন হাজার হাজার অভিবাসী শ্রমিক৷ ফিফার পক্ষ থেকে এসব শ্রমিকদের কমপক্ষে ৪৪০ মিলিয়ন ডলার অর্থ ক্ষতিপূরণ দেয়ার দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। টুর্নামেন্ট শুরুর আগে অভিবাসী শ্রমিকদের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ, একথা জানিয়ে ঘটনার তীব্র নিন্দা করেছে অ্যামনেস্টি৷
সহিংসতা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ বাস্তুহারা হন৷ তবে গত বছর বিভিন্ন দেশে রেকর্ড পরিমাণ মানুষ নিজ দেশে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন৷
ইউক্রেনীয় শরণার্থীদের এবং আফ্রিকান অভিবাসীদের সঙ্গে ভিন্ন আচরণের অভিযোগ এনে বিষয়টির তীব্র নিন্দা করেছেন রেড ক্রস (আইএফআরসি) সভাপতি৷ ইউক্রেনে রুশ হামলার পর প্রায় ৬০ লাখ নাগরিক দেশ ছেড়েছেন৷ এর মধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন প্রায় অর্ধেকের কাছাকাছি ইউক্রেনীয় শরণার্থী৷
সোমবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ আসার পথে অভিবাসীদের একটি নৌকা ডুবে যায়৷ এই দুর্ঘটনায় বেশ কয়েকটি শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে৷ স্প্যানিশ উপকূলরক্ষীরা আটলান্টিক থেকে ৩৬ জনকে উদ্ধার করেছে৷
টিউনিসিয়ার সমুদ্র উপকূলরক্ষীরা ভূমধ্যসাগরে এক নৌকাডুবির ঘটনায় ১৭ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে। খারাপ আবহাওয়ার কবলে পড়ে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের একটি অংশকে আফ্রিকার দেশ রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য৷ এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির পার্লামেন্টকে বলেছেন, অনিয়মিত উপায়ে অভিবাসন ঠেকাতে এই ব্যবস্থা নতুন বৈশ্বিক মানদণ্ড হয়ে উঠবে৷