স্পেন: বালিয়ারিক দ্বীপপুঞ্জে তিন অভিবাসীর মৃত্যু
স্পেনের উপকূলবর্তী বালিয়ারিক দ্বীপপুঞ্জের নিকটে তিন আলজেরীয় অভিবাসীর নিহত হয়েছেন৷ ছোট মটর বোটে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে আলজেরিয়া থেকে যাত্রা করে আটদিন ধরে সমুদ্রে ভাসছিলেন অভিবাসনপ্রত্যাশীরা৷