সিরিয়া থেকে ইউরোপ: মানবপাচার চক্র ভেঙে দিল আলজেরিয়া পুলিশ
আলজেরিয়ার মাধ্যমে ইউরোপে মানবপাচারের কুখ্যাত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আলজেরীয় পুলিশ৷ স্থানীয় গণমাধ্যম বুধবার এ কথা জানিয়েছে৷
আলজেরিয়ার মাধ্যমে ইউরোপে মানবপাচারের কুখ্যাত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আলজেরীয় পুলিশ৷ স্থানীয় গণমাধ্যম বুধবার এ কথা জানিয়েছে৷
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত চারজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷ ইটালির কোস্টগার্ড শনিবার এই তথ্য জানায়৷
আলজেরিয়ায় সোমবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন৷ এনাহার টিভিতে প্রচারিত খবর অনুযায়ী, আহতেরা বিপদমুক্ত নন৷
স্পেনর দক্ষিণপূর্ব অঞ্চলের সমুদ্র সৈকত থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ৷ উত্তর আফ্রিকার কোন দেশ থেকে তারা নৌকায় করে স্পেনে আসার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে৷
স্পেনের উপকূলবর্তী বালিয়ারিক দ্বীপপুঞ্জের নিকটে তিন আলজেরীয় অভিবাসীর নিহত হয়েছেন৷ ছোট মটর বোটে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে আলজেরিয়া থেকে যাত্রা করে আটদিন ধরে সমুদ্রে ভাসছিলেন অভিবাসনপ্রত্যাশীরা৷
স্পেনের আন্দালুসিয়া উপকূলে নৌকাডুবিতে দুই নারীসহ আলজেরীয় বংশোদ্ভূত আট অভিবাসীর মৃত্যু হয়েছে। গত ৭ মে অভিবাসীদের নিয়ে নৌকাটি সমুদ্রে নিখোঁজ হয়েছিল। নৌকায় থাকা অভিবাসীদের মধ্যে তিনজনকে আলমেরিয়া উপকূলের ১০০ কিলমিটার দূরে অবস্থিত জলসীমা থেকে উদ্ধার করে স্প্যানিশ কর্তৃপক্ষ।
আলজেরিয়ার নাগরিক হিজিয়া তার দুই সন্তান নিয়ে আরো ১৩ জন লোকের সাথে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। স্পেনের আন্দালুসিয়া উপকূলে নৌকাটি ডুবে গেলে নিখোঁজ হন হিজিয়া ও তার ৯ বছর বয়সি সন্তান মোহাম্মদ। বেঁচে যাওয়া হিজিয়ার আরেক সন্তান ওমরের উদ্দ্বৃতি দিয়ে হিজিয়ার বোন নাদার মুখে শুনুন তার বোন ও নয় বছর বয়সি মোহাম্মদের হারিয়ে যাওয়ার ঘটনা।