স্পেন: ইউক্রেনীয় শরণার্থীরা অবৈধ তামাক কারখানায় শোষণের ‘শিকার’
শরণার্থী শোষণসহ একাধিক অভিযোগের ভিত্তিতে মোট ২৭ জনকে আটক করেছে স্প্যানিশ পুলিশ৷ তারা বলছে, আটক হওয়া এসকল ব্যক্তি অবৈধ তামাক কারখানা পরিচালনা করত৷ এসকল কারকানায় ইউক্রেনীয় শরণার্থীরা ভয়াবহ পরিস্থিতিতে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য হয়েছিলেন৷ গ্রেপ্তার এড়াতে শরণার্থীদের কারখানার বাইরে যেতে দেওয়া হত না৷