ভূমধ্যসাগর থেকে ৩ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চল থেকে গত কয়েক দিনে ৩০০র বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে সাগরে নিয়োজিত বেসরকারি সংস্থার জাহাজ ওশান ভাইকিং এবং জিও ব্যারেন্টস৷
ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চল থেকে গত কয়েক দিনে ৩০০র বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে সাগরে নিয়োজিত বেসরকারি সংস্থার জাহাজ ওশান ভাইকিং এবং জিও ব্যারেন্টস৷
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে অভিবাসী বিরোধী প্রাচীর তৈরিতে অর্থায়ন করবে না ইইউ। এমন ঘোষণা করেছেন স্বরাষ্ট্র বিষয়ক ইউরোপীয় কমিশনার ইলভা ইওহানসন। তবে তিনি বিভিন্ন দেশের সীমান্তে এমন বেড়া নির্মাণের বিরোধিতা করেননি।
ইউরোপের দেশ স্লোভেনিয়ায় ২০২২ সালে অভিবাসী এবং শরণার্থীদের আগমন বেড়েছে৷ দেশটির জাতীয় পুলিশের পরিসংখ্যান অনুসারে, গত বছর ৩২ হাজারের বেশি মানুষ অনিয়মিতভাবে দেশটিতে প্রবেশ করেছেন৷ এই সংখ্যা ২০২১ সালের তুলনায় তিনগুণ বেশি৷
ইউরোপীয় ইউনিয়নকে অস্থায়ীভাবে ভিসা সুবিধা স্থগিত করার আহ্বান জানিয়েছে নেদারল্যান্ডস৷ ইইউর জন্য নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করে না এমন অভিবাসীদের বাধ্যতামূলক নির্বাসনের প্রচেষ্টার অংশ হিসাবে এই আবেদন জানিয়েছে নেদারল্যান্ডস।
ইউরোপীয় কমিশন অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবর্তন বাড়ানোর জন্য একটি নতুন কৌশল নিয়েছে। ইইউ সদস্য দেশগুলিকে একযোগে কাজ করার পাশাপাশি ফ্রন্টেক্সের মতো সংস্থাকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছিল।
বিভিন্ন এনজিওর অনুসন্ধান এবং উদ্ধার অভিযান অভিবাসনপ্রত্যাশীদের অভিবাসনে উদ্বুদ্ধ করে- এমন দাবির সত্যতা যাচাই করে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ ভিত্তিহীন৷
গ্রিসে অনুসন্ধান ও উদ্ধার স্বেচ্ছাসেবী সারাহ মার্ডিনি এবং শন বাইন্ডারের বিরুদ্ধে একটি মামলা আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু মানবিক সহায়তাকে অপরাধ হিসাবে দেখানোর বিষয়টি বন্ধ করতে হাজারো অনুরোধ সত্ত্বেও ইউরোপ জুড়ে শত শত লোক মানব পাচারের মতো অভিযোগের মুখোমুখি হচ্ছে। এই নিয়ে ইনফোমাইগ্রেন্টসের বিস্তারিত প্রতিবেদন।
২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের আবেদন আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়৷
ইউরোপের বহিঃসীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের নবনিযুক্ত প্রধান হানস লাইটেন বলেছেন, সীমান্ত পাহারা দেওয়া এবং সীমান্তে ভিড় করা অভিবাসনপ্রত্যাশীদের মানবাধিকার সুরক্ষার বিষয়টি পরস্পরের সাথে জড়িত৷
ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স জানিয়েছে, ২০১৬ সালের পর অঞ্চলটিতে অনিয়মিত উপায়ে সর্বোচ্চ সীমান্ত পারপার ঘটেছে গত বছর৷ বিপজ্জনক উপায়ে সেন্ট্রাল ভূমধ্যসাগর দিয়ে ইইউ পৌঁছানোর প্রচেষ্টায় বাংলাদেশিদের অবস্থান ছিল তৃতীয়।
সুইডেনের কট্টর ডান প্রভাবিত সরকার ইইউর সভাপতিত্ব গ্রহণ করার সাথে সাথে প্রতিবেশি রাষ্ট্রগুলোর যৌথ অভিবাসন নীতির পরিকল্পনাও একটি বিশাল ধাক্কার সম্মুখীন হয়েছে। অপরদিকে ডেনমার্কের নতুন বাম-ডান জোট সরকারকে দেশটির কিছু কঠোর অভিবাসন নীতি সহজ করতে দেখা গিয়েছে।
প্রতি বছর, বিশ্বজুড়ে শত শত অভিবাসী অভিবাসনের সময় নিখোঁজ হন। সেন্ট্রাল ভূমধ্যসাগর সবচেয়ে বেশি মৃত্যু ঘটে। কারণ এটি সবচেয়ে মারাত্মক পথ। নিখোঁজ প্রিয়জনের আত্মীয়রা সাহায্যের জন্য কোথায় যেতে পারে? এই নিয়ে ইনফোমাইগ্রেন্টসের বিস্তারিত প্রতিবেদন।