লিবিয়ায় অভিবাসীদের অনাহার, নির্যাতন ও হত্যার দায়ে দুই ইরিত্রিয়ান পাচারকারী দোষী সাব্যস্ত
ইরিত্রিয়ান পাচারকারী কিদান জাকারিয়া এবং তেওলদে গোইটমকে লিবিয়ায় কয়েক হাজার অভিবাসীকে অনাহারে রাখা ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেছে ইথিওপিয়ার একটি আদালত। প্রথম ব্যক্তি কিদান জাকারিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে যদিও বিচার প্রক্রিয়ার মাঝামাঝি সময়ে তিনি পালিয়ে যান। দ্বিতীয় ব্যক্তি ওয়ালিদকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।