শেঙেনে ক্রোয়েশিয়া, বলকান রুটে যেসব পরিবর্তন আসতে পারে
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শেঙেন জোনে প্রবেশ করেছে ক্রোয়েশিয়া। ইউরোপে অবাধ চলাচল অঞ্চলে ক্রোয়েশিয়ার এই প্রবেশ বলকান রুটে ব্যাপক পরিবর্তন করতে পারে। পাশাপাশি বসনিয়ায় অপেক্ষমান থাকা অভিবাসীদের জন্য পরিস্থিতি আরো কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে।