স্পেনে কোটি টাকার ‘ক্রিসমাস’ লটারি জয়ী দুই অভিবাসী বন্ধু
এ বছর স্পেনের বিখ্যাত ক্রিসমাস লটারির দ্বিতীয় পর্বে বিজয়ী হয়েছেন দুই বন্ধু। এক লাখ ২৫ হাজার ইউরো বা এক কোটি ২৫ লাখ টাকা সমমানের এই অর্থ জিতে নিয়েছেন কয়েক বছর আগে আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে স্পেনে আসা ইব্রাহিম নামের এক ব্যক্তি এবং তার বন্ধু মোদি।