এব্রিমা ডারবো : শরণার্থী থেকে ইটালির ফুটবল তারকা
গাম্বিয়া বংশোদ্ভূত মিডফিল্ডার এব্রিমা ডারবো কৈশোরে লিবিয়া সীমান্ত হয়ে নৌকায় করে ইটালিতে এসেছিলেন। গত ২রা মে ইটালির ফুটবল ক্লাব এস রোমার সাথে চুক্তিবুদ্ধ হয়ে ইটালিয়ান সেরি এ লিগে তার ক্যারিয়ার শুরু করেন।