ইউক্রেনে পেশাদার লিগ খেলতে এসে স্বপ্নভঙ্গ অভিবাসী ফুটবলারের
উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউ থেকে পূর্ব ইউক্রেনের পোলতাভায় প্রথম বিভাগ পেশাদার ফুটবল খেলতে এসেছিলেন ২০ বছর বয়সি স্ট্রাইকার অ্যামিলকার জাউ কডজোভি। তবে ইউক্রেনে হঠাৎ রুশ আক্রমণে পাল্টে গেছে এই খেলোয়াড়ের জীবন৷ বাস্তুচ্যুত হয়ে যুক্তরাজ্যে আশ্রয়ের পথে থাকা এই তরুণ ফুটবলারের গল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা শুনুন৷