ইউরোপে পৌঁছেই যমজ সন্তান জন্ম দিলেন মারিয়ামা
উন্নত জীবনের খোঁজে নিজ দেশ গিনি ছেড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঠিক পৌঁছেছেন ইটালি। আর ইউরোপে পা রাখার দিন না পেরোতেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন অভিবাসনপ্রত্যাশী মারিয়ামা।
উন্নত জীবনের খোঁজে নিজ দেশ গিনি ছেড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঠিক পৌঁছেছেন ইটালি। আর ইউরোপে পা রাখার দিন না পেরোতেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন অভিবাসনপ্রত্যাশী মারিয়ামা।
পশ্চিম আফ্রিকার সেনেগাল ও মরক্কোসহ বিভিন্ন উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে হাজার হাজার অভিবাসী প্রাণ হারিয়েছেন৷ এই বিশাল রূটে চলা অনেক অভিবাসী নৌকা উপকূলে পৌঁছার আগেই নিখোঁজ হয়ে যায়৷ দীর্ঘ অপেক্ষার পরেও ভুক্তভোগীদের পরিবারগুলো নিহত অথবা নিখোঁজ আত্নীয়দের কোন সন্ধান পান না৷
প্যারিস অঞ্চলের ভাঁসেন প্রশাসনিক আটককেন্দ্র বা ডিটেনশন সেন্টারে বন্দি অনেক অভিবাসীর স্বাস্থ্যের অবস্থা বেশ নাজুক৷ এমনই একজন ব্যক্তি আফ্রিকার দেশ গিনির নাগরিক হামদু (ছদ্মনাম)৷ যিনি দীর্ঘদিন ধরে এইচআইভি আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় আটক আছেন৷ এনজিওগুলো দ্রুত এই অভিবাসীর মুক্তি ও বহিষ্কারাদেশ বাতিলের আহ্বান জানিয়েছে৷
ফরাসি রাজধানী প্যারিসের অদূরে অবস্থিত উ-দ্য-সেইন বা ৯২ নং ডিপার্টেমেন্টে অনিয়মিত বিদেশি তরুণদের ফরাসি অঞ্চল ত্যাগ করার বাধ্যবাধকতা বা ওকিউটিএফ নামক আইনি নোটিশ প্রদানের হার বেড়েছে। এসব তরুণদের বেশিরভাগের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের প্রমাণ এবং একটি চাকরির চুক্তির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও গণহারে বহিষ্কার আদেশ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে অভিবাসন সংস্থা ও এনজিওগুলো।