গ্রিসের কঠোর অভিবাসন নীতিতে বিক্ষুব্ধ শরণার্থীরা
অভিবাসন ইস্যুতে গ্রিস কঠোর নীতি গ্রহণের প্রতিবাদে সরব হয়েছে দেশটিতে অবস্থানরত শত শত শরণার্থী৷ এমনকি দেশটির সরকার পুশব্যাক বা জোর করে ফেরত পাঠানোর মাধ্যমে আশ্রয়প্রার্থীদের ‘হত্যা‘ করেছ বলেও অভিযোগ করেছেন তারা৷