স্লোভাকিয়া সীমান্তে অস্থায়ী নজরদারির সময়সীমা বাড়াল চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র অতিরিক্ত ৪৫ দিন অর্থাৎ ১২ ডিসেম্বর পর্যন্ত স্লোভাকিয়ার সীমান্তে অস্থায়ী নজরদারি বজায় রাখবে৷ প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার মধ্য-ডান মন্ত্রিসভা এতে সম্মত হয়েছে৷
চেক প্রজাতন্ত্র অতিরিক্ত ৪৫ দিন অর্থাৎ ১২ ডিসেম্বর পর্যন্ত স্লোভাকিয়ার সীমান্তে অস্থায়ী নজরদারি বজায় রাখবে৷ প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার মধ্য-ডান মন্ত্রিসভা এতে সম্মত হয়েছে৷
সার্বিয়া পুলিশ অনিয়মিত পথে আসা ২০০ অভিবাসীকে প্রতিবেশী দেশ হাঙ্গেরিতে প্রবেশে বাধা দিয়েছে। বলকান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেআইনি প্রবেশ ঠেকানোর পাশাপাশি অভিবাসীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
স্লোভাকিয়া সীমান্তে দিয়ে চেক প্রজাতন্ত্রে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি গাড়ি পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনা পতিত হলে পাঁচ শিশুসহ ২১ জন অভিবাসনপ্রত্যাশী আহত হয়েছেন৷
অনিয়মিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে অস্থায়ীভাবে স্লোভাকিয়া সীমান্তে পুনরায় নজরদারি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাগ। শেঙ্গেন জোনের দেশগুলোতে সাধারণত এই ব্যবস্থা না থাকলেও জরুরি পরিস্থিতিতে সদস্য রাষ্ট্রগুলো সাময়িক সময়ের জন্য এ ধরনের উদ্যোগ নিতে পারে।
প্রাগে ইউক্রেনীয় শরণার্থীদের জন্য দ্বিতীয় শিবির স্থাপনা শুরু হয়েছে৷ ইউক্রেন থেকে আসা শরণার্থীদের জন্য এমন একটি তাঁবু তৈরি করা হচ্ছে, যাতে একাধিক সেবা পাওয়া যাবে৷
রাশিয়া হামলা চালানোর পর ইউক্রেন থেকে হাজার হাজার শরণার্থী ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে আশ্রয় নিয়েছেন৷ শরণার্থীদের অনেকে চেক প্রজাতন্ত্রের বিভিন্ন খাতে কাজ করছেন যে খাতগুলোতে দীর্ঘদিন ধরে কর্মী সংকট ছিল৷
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস মঙ্গলবার বলেছেন, “ইউরোপীয় ইউনিয়নে আফগান শরণার্থীদের জন্য "সত্যিই কোনো স্থান নেই। তারা যেন আফগানিস্তানে ভালোভাবে থাকতে পারে সে লক্ষ্য কোনো সমাধান খুঁজে বের করা উচিত"।