“ইউরোপে আফগান শরণার্থীদেরদের জন্য কোনো জায়গা নেই”: চেক প্রধানমন্ত্রী
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস মঙ্গলবার বলেছেন, “ইউরোপীয় ইউনিয়নে আফগান শরণার্থীদের জন্য "সত্যিই কোনো স্থান নেই। তারা যেন আফগানিস্তানে ভালোভাবে থাকতে পারে সে লক্ষ্য কোনো সমাধান খুঁজে বের করা উচিত"।