দুনিয়ায় ১০ কোটির বেশি শরণার্থী
বিশ্বব্যাপী মোট শরণার্থীর সংখ্যা ১০ কোটিরও বেশি বলে জানিয়েছে জাতিসংসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷ শরণার্থীর সংখ্যা এতো হতে পারে আজ থেকে ১০ বছর আগে তা চিন্তাও করা যায়নি৷
বিশ্বব্যাপী মোট শরণার্থীর সংখ্যা ১০ কোটিরও বেশি বলে জানিয়েছে জাতিসংসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷ শরণার্থীর সংখ্যা এতো হতে পারে আজ থেকে ১০ বছর আগে তা চিন্তাও করা যায়নি৷
উন্নত জীবনের সন্ধানে এসে অভিবাসীদের মৃত্যু লজ্জাজনক, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন সংক্রান্ত গ্লোবাল কমপ্যাক্টে দেয়া বক্তব্যে তিনি এমনটা বলেন৷
গত এক দশকে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা তিনগুণেরও বেশি বেড়েছে৷ ২০১০ সালে সারা বিশ্বে মোট বিদেশি কর্মীর সংখ্যা ছিল ৫৩ মিলিয়ন৷ চলতি বছর, অর্থাৎ, ২০২১ সালে এ সংখ্যা প্রায় ১৭০ মিলিয়নে দাঁড়িয়েছে৷
তরুণ শিক্ষিত শরণার্থীদের শিক্ষক হিসেবে কাজ করা সুযোগ করে দিচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সে লক্ষ্যে সংস্থাটি স্নাতক শরণার্থীদের জন্য একটি বিশেষ ফেলোশিপের আয়োজন করেছে।
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট ইউএনএইচসিআর এর শুভেচ্ছা দূত৷ তিনি মনে করেন, করোনা মহামারি আমাদের আরো ভালো করে শরণার্থীদের অবস্থা বোঝার সুযোগ করে দিয়েছে৷ বিশ্ব শরণার্থী দিবসে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি৷
বিশ্বব্যাপী শরণার্থীরা এমন দেশে অবস্থান করছে যে দেশগুলো নিজেরাই অপুষ্টিসহ নানা সমস্যায় জর্জরিত৷ এমনটাই জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএউচসিআর এর মুখপাত্র ক্রিস মেলসের৷
করোনা মহামারিসহ যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে এক বছরের ব্যবধানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২৯ লাখ বেড়েছে।