জার্মানিতে বাতিল হওয়া এক তৃতীয়াংশ আশ্রয়আবেদন আদালতে সফল
জার্মানিতে প্রতি তিনটি বাতিল হওয়া আশ্রয়আবেদনের একটি পুনরায় আবেদনের পর সফল হচ্ছে৷ প্রাথমিকভাবে আবেদন বাতিল করে দেওয়ার পর এই সব আশ্রয়প্রার্থী তাদের আবেদন পুনর্বিবেচনার জন্য প্রশাসনিক আদালতে গেলে তা সফলর্থাৎ আশ্রয় আশ্রয় আবেদন মঞ্জুর হয়।