ইটালি: অভিবাসী নৌকা ডুবে শিশুসহ নিহত ৩
টিউনিশিয়া থেকে যাত্রা করা অভিবাসীদের একটি নৌকা ইটালির লাম্পেদুসা উপকূলে ডুবে গেছে৷ দুর্ঘটনায় ১৪ মাস বয়সি এক শিশুসহ তিন অভিবাসী নিহত হয়েছেন৷
টিউনিশিয়া থেকে যাত্রা করা অভিবাসীদের একটি নৌকা ইটালির লাম্পেদুসা উপকূলে ডুবে গেছে৷ দুর্ঘটনায় ১৪ মাস বয়সি এক শিশুসহ তিন অভিবাসী নিহত হয়েছেন৷
টিউনিশিয়া উপকূল থেকে ইউরোপে পৌঁছানোর সময় নৌকা ডুবে পাঁচ জন অভিবাসীর মৃত্যু হয়েছে৷ আরো পাঁচজন অভিবাসী নিখোঁজ হয়েছেন৷ অপরদিকে, ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ৩৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করতে পেরেছে ওশান ভাইকিং।
অক্টোবর মাসে টিউনিশিয়া থেকে নৌকায় করে বাবা-মা ছাড়া ইটালি পৌঁছেছিল চার বছর বয়সি এক শিশুকন্যা৷ তাকে বৃহস্পতিবার নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
টিউনিশিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) বৃহস্পতিবার জানায়, চলতি বছরের শুরু থেকে প্রায় ১৬ হাজার ২৯২ জন জন অনিয়মিত টিউনিশীয় অভিবাসী ইটালিতে পৌঁছেছেন৷ এর মধ্যে তিন হাজার ৪৩০ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে৷ অনিয়মিত মাইগ্রেশন ডেটা আপডেটে এই সংখ্যার উল্লেখ রয়েছে৷
ইউরোপীয় ইউনিয়নের চাপে ভিসা নীতি সংস্কারের উদ্যোগ নিয়েছে সার্বিয়া৷ এর অংশ হিসেবে টিউনিশিয়া ও বুরুন্ডির নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার বাতিল করেছে দেশটি৷ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইইউ৷
উপকূল থেকে নৌকা ছাড়ার সময় তাড়া থাকায় মা-বাবা উঠতে পারেননি৷ মা-বাবা না থাকলেও নৌকার অন্য সবার সাথে প্রায় ২৫ ঘণ্টার সমুদ্রযাত্রা শেষে অভিবাসনের আশায় ভূমধ্যসাগরে অবস্থিত ইটালির দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছে চার বছরের এক শিশু৷
ভূমধ্যসাগরে টিউনিশিয়ার মাহিদা উপকূল থেকে ১৫জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড৷
টিউনিশিয়া থেকে ইউরোপে অনিয়মিত অভিবাসন বাড়ছে৷ চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৩ হাজারেরও বেশি অভিবাসী দেশটির উপকূল থেকে ইটালিতে এসেছেন। কঠিন অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থসামাজিক কারণে অনিয়মিত পথে অভিবাসন সেখানে পারিবারিক প্রকল্পে পরিণত হয়েছে৷
ভূমধ্যসাগরের টিউনিশিয়ার সমুদ্রউপকূলে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।
ভূমধ্যসাগরের টিউনিশিয়ার সমুদ্রউপকূলে বৃহস্পতিবার নৌকাডুবিতে আটজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷ এই ঘটনায় ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড৷
চলতি বছরের প্রথম সাত মাসে দেড় লাখের বেশি অভিবাসী অনিয়মিত উপায়ে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে প্রবেশ করেছেন৷ এক বছর আগের একই সময়ের চেয়ে এই সংখ্যা ৮৬ শতাংশ বেশি৷ শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স এই তথ্য প্রকাশ করেছে৷
ইউরোপের উদ্দেশে যাত্রা করা ৬৫০ জনের বেশি অভিবাসীকে সমুদ্রযাত্রায় বাধা বা বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছে টিউনিশিয়া কর্তৃপক্ষ৷