আশ্রয়প্রার্থীদের বাইরে পাঠাতে ইইউর সহায়তা চায় ডেনমার্ক
একক সিদ্ধান্তে নয় বরং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশকে পাশে নিয়ে আশ্রয়প্রার্থীদের ইউরোপের বাইরের কোনো দেশে পাঠাতে চায় ডেনমার্ক৷ তাই রুয়ান্ডার সঙ্গে এই সংক্রান্ত আলাপ স্থগিত করেছে দেশটি৷
একক সিদ্ধান্তে নয় বরং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশকে পাশে নিয়ে আশ্রয়প্রার্থীদের ইউরোপের বাইরের কোনো দেশে পাঠাতে চায় ডেনমার্ক৷ তাই রুয়ান্ডার সঙ্গে এই সংক্রান্ত আলাপ স্থগিত করেছে দেশটি৷
সুইডেনের কট্টর ডান প্রভাবিত সরকার ইইউর সভাপতিত্ব গ্রহণ করার সাথে সাথে প্রতিবেশি রাষ্ট্রগুলোর যৌথ অভিবাসন নীতির পরিকল্পনাও একটি বিশাল ধাক্কার সম্মুখীন হয়েছে। অপরদিকে ডেনমার্কের নতুন বাম-ডান জোট সরকারকে দেশটির কিছু কঠোর অভিবাসন নীতি সহজ করতে দেখা গিয়েছে।
যুক্তরাজ্যের মতো ডেনমার্কও দেশটির ভূখণ্ডে আসা আশ্রয়প্রার্থীদের স্থানান্তর করতে রুয়ান্ডার সাথে একটি চুক্তি করার প্রস্তুতি নিচ্ছে। চুক্তির খসড়া প্রস্তাবনাও চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ডেনিশ কর্তৃপক্ষ। তবে এই প্রকল্পের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
মাত্র ১৫ বছর বয়সে প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সিরীয় শরণার্থী ফুটবলার রুনি বার্দঘজি। সুইডিশ জাতীয়তা পাওয়া এই ফুটবলার ড্যানিশ ক্লাব এফসি কোপেনহেগেনের একজন খেলোয়াড। তার পরিবারের দেশত্যাগের দুঃসহ যাত্রাসহ বিস্তারিত পড়ুন ইনফোমাইগ্রেন্টসকে দেয়া রুনি বার্দঘজির সাক্ষাৎকারে।
এক দশক ধরে চলা যুদ্ধ থেকে বাঁচতে সিরিয়ার অনেক শরণার্থী ডেনমার্কে আশ্রয় নিয়েছেন৷ কিন্তু দেশটিতে আশ্রয় নেওয়া তরুণীরা ও একা থাকা নারীরা প্রত্যাবাসনের ঝুঁকিতে আছেন৷
আশ্রয়প্রার্থীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে চায় ডেনমার্ক। এ বিষয়ে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডার সংগে আলোচনা চালিয়ে যাচ্ছে ডেনর্মাক সরকার।
ইউরোপমুখী আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে এবার পূর্ব আফ্রিকার দেশটির সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশ ডেনমার্ক৷ অনিয়মিত উপায়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের পাঠাতে রুয়ান্ডার সঙ্গে গত সপ্তাহে এরকম একটি চুক্তি করেছে ব্রিটেন৷
পরিচালক জোনাস পোহার রাসমুসেনের তখন ১৫ বছর বয়স৷ ডেনমার্কে তাদের গ্রামে আচমকাই এসে পৌঁছেছিল এক আফগান কিশোর৷ ওই কিশোরের পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল৷ স্ক্যান্ডেনেভিয়ার দেশে পায়ে হেঁটে পৌঁছেছিল সে৷ ধীরে ধীরে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন তারা দুজন৷
অভিবাসন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে ২৩ আশ্রয়প্রার্থী দম্পতিকে আলাদা করার দায়ে সাবেক ডেনিশ মন্ত্রী ইনগার স্টোজবার্গকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত৷
ডেনিশ সরকার মঙ্গলবার ঘোষণা করেছে ডেনমার্কে এখন থেকে অভিবাসীদের সামাজিক সুবিধা পেতে সপ্তাহে ৩৭ ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হবে। দেশটির বিরোধী দলগুলো এই পদক্ষেপের নিন্দা জানালেও কর্তৃপক্ষ বিশ্বাস করে এটি সমাজে অভিবাসীদের অবস্থান সংহত করতে সাহায্য করবে।
অভিবাসী দম্পতিদের অবৈধভাবে আলাদা করার অভিযোগে মঙ্গলবার ডেনমার্কের সাবেক এক অভিবাসনমন্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে৷ দেশটির অভিশংসন আদালতে, যেটি সচরাচর ব্যবহার করা হয় না, এই বিচার হচ্ছে৷
স্ক্যান্ডিনেভিয়ার দেশ ডেনমার্ক ইউরোপের বাইরে শরণার্থী জন্য আশ্রয়কেন্দ্র চালু করার উদ্যোগ নিচ্ছে। এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।