‘শরণার্থীদের রুয়ান্ডা পাঠাতে ডেনমার্কের নেয়া পরিকল্পনা ব্যর্থ হতে পারে’
আশ্রয়প্রার্থীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে চায় ডেনমার্ক। এ বিষয়ে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডার সংগে আলোচনা চালিয়ে যাচ্ছে ডেনর্মাক সরকার।
আশ্রয়প্রার্থীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে চায় ডেনমার্ক। এ বিষয়ে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডার সংগে আলোচনা চালিয়ে যাচ্ছে ডেনর্মাক সরকার।
ইউরোপমুখী আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে এবার পূর্ব আফ্রিকার দেশটির সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশ ডেনমার্ক৷ অনিয়মিত উপায়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের পাঠাতে রুয়ান্ডার সঙ্গে গত সপ্তাহে এরকম একটি চুক্তি করেছে ব্রিটেন৷
পরিচালক জোনাস পোহার রাসমুসেনের তখন ১৫ বছর বয়স৷ ডেনমার্কে তাদের গ্রামে আচমকাই এসে পৌঁছেছিল এক আফগান কিশোর৷ ওই কিশোরের পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল৷ স্ক্যান্ডেনেভিয়ার দেশে পায়ে হেঁটে পৌঁছেছিল সে৷ ধীরে ধীরে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন তারা দুজন৷
অভিবাসন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে ২৩ আশ্রয়প্রার্থী দম্পতিকে আলাদা করার দায়ে সাবেক ডেনিশ মন্ত্রী ইনগার স্টোজবার্গকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত৷
ডেনিশ সরকার মঙ্গলবার ঘোষণা করেছে ডেনমার্কে এখন থেকে অভিবাসীদের সামাজিক সুবিধা পেতে সপ্তাহে ৩৭ ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হবে। দেশটির বিরোধী দলগুলো এই পদক্ষেপের নিন্দা জানালেও কর্তৃপক্ষ বিশ্বাস করে এটি সমাজে অভিবাসীদের অবস্থান সংহত করতে সাহায্য করবে।
অভিবাসী দম্পতিদের অবৈধভাবে আলাদা করার অভিযোগে মঙ্গলবার ডেনমার্কের সাবেক এক অভিবাসনমন্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে৷ দেশটির অভিশংসন আদালতে, যেটি সচরাচর ব্যবহার করা হয় না, এই বিচার হচ্ছে৷
স্ক্যান্ডিনেভিয়ার দেশ ডেনমার্ক ইউরোপের বাইরে শরণার্থী জন্য আশ্রয়কেন্দ্র চালু করার উদ্যোগ নিচ্ছে। এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
অভিবাসন ইস্যুতে সবচেয়ে কঠোর নিয়ম নীতি চালু করা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ডেনমার্ক অন্যতম৷ ধনী এই স্ক্যান্ডিনেভিয়ার দেশটি এবার ইউরোপের বাইরে আশ্রয়কেন্দ্র চালুর উদ্যোগ নিচ্ছে যেখানে দেশটিতে বসবাসের জন্য আবেদন করা আশ্রয়প্রার্থীদের রাখা হবে৷
ডেনমার্কের প্রায় ২০টি শহরে শতাধিক সিরিয়ান শরণার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে ১৯ মে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। চলতি বছরের শুরুতে দেশটির সোশ্যাল ডেমোক্রেট সরকার সিরিয়ার দামেস্ক শহরকে নিরাপদ বিবেচনা করে শতাধিক সিরিয়ান শরণার্থীর রেসিডেন্ট পারমিট বাতিলের সিদ্ধান্ত নেয়।
ডেনমার্ক সরকার ২০ এপ্রিল অভিবাসীদের নাগরিকত্ব আবেদনে বেশ কঠিন কিছু ধারা যোগ করে আগের আইনটি সংশোধন করেছে। নতুন আইন অনুযায়ী সাময়িক নিষেধাজ্ঞা প্রাপ্ত এবং সাজাপ্রাপ্ত কোন আসামি আর ড্যানিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না।
২০১৮ সালে পাশ হওয়া ''ঘেটো আইন'' ইতিমধ্যে ডেনমার্কে অ-শ্বেতাঙ্গ অভিবাসীর সংখ্যা ব্যাপক হারে কমিয়ে এনেছে। সম্প্রতি ড্যানিশ সরকার এই আইনটি আরো কঠোর করার উদ্যোগ নেয় ।