ইস্তাম্বুলে এক টুকরো সিরিয়া ‘ইয়োলো’ ক্যাফে
তুরস্কের শহর ইস্তাম্বুলের একটি রেস্তোরাঁ ইয়োলো ক্যাফে৷ যা রেস্তোরাঁ পরিচয় ছাপিয়ে পরিণত হয়েছে ওই দেশে আশ্রয় নেওয়া সিরীয় অভিবাসীদের সংস্কৃতি কেন্দ্রে৷
তুরস্কের শহর ইস্তাম্বুলের একটি রেস্তোরাঁ ইয়োলো ক্যাফে৷ যা রেস্তোরাঁ পরিচয় ছাপিয়ে পরিণত হয়েছে ওই দেশে আশ্রয় নেওয়া সিরীয় অভিবাসীদের সংস্কৃতি কেন্দ্রে৷
ইটালির দক্ষিণ উপকূলে নৌকাডুবির শোক না কাটতেই, এবার তুরস্কের উপকূলে ডুবে গেছে অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা। এখন পর্যন্ত ৩৮ জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি চারটি মরদেহ উদ্ধার করেছে তুরস্কের উপকূলরক্ষীরা।
তুর্কি উপকূলরক্ষীরা জানিয়েছেন যে ৩১ যাত্রীসহ শনিবার তুরস্ক উপকূলে দুর্ঘটনার শিকার একটি নৌকার পাঁচ ব্যক্তির মৃতদেহ উদ্ধারে সক্ষম হয়েছেন তারা৷
চলমান শীতে অভিবাসনপ্রত্যাশীদের আরেকটি ঢেউ মোকাবিলা করছে জার্মানির শহরগুলো৷ তবে এই স্রোত যুদ্ধ থেকে পালিয়ে আসা ইউক্রেনের নাগরিকদের নয়৷ এরা আসছেন পশ্চিম বলকানের দেশগুলো থেকে৷
তুরস্ক-ইটালি সমুদ্র পথে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তুরস্কের দাবি, গ্রিসের কট্টরপন্থি সরকার অভিবাসনপ্রত্যশীদের ফিরিয়ে দিচ্ছে বলেই এমন ঘটনা ঘটছে।
ভয়াবহ ভূমিকম্প ও ধ্বংসযজ্ঞের কারণে তুরস্ক ছেড়ে নিজ দেশ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফিরে গেছেন প্রায় ৪০ হাজার সিরীয় শরণার্থী।
ইটালির উপকূলে অভিবাসীদের নৌকাডুবির সবশেষ ঘটনাটি ভূমধ্যসাগরে উদ্ধার অভিযানে নতুন করে আলো ফেলেছে, জন্ম দিয়েছে আলোচনার৷ এজন্য উদ্ধার অভিযানে বাধা দিতে ইটালির উগ্র ডানপন্থি সরকারের নেয়া নীতিকে দায়ী করছেন অনেকে৷ তবে হাল ছেড়ে না দিয়ে, নিজেদের কাজটুকু করে যেতে চায় উদ্ধারকারী সংস্থাগুলো৷
ইটালির দক্ষিণাঞ্চলীয় উপকূলের কাছে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গেছে অভিবাসনপ্রত্যাশীদের একটি কাঠের নৌকা৷ রোববার সকালে এই নৌকাডুবির ঘটনায় ১২ শিশুসহ ৬২ জন মারা গেছেন৷ ২০ থেকে ৩০ জন অভিবাসনপ্রত্যাশী এখনো নিখোঁজ বলে জানা গেছে৷
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের কারণে ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে গ্রিস৷ তাই অনিয়মিত অভিবাসন ঠেকাতে নিজেদের সীমান্ত জোরদার করার প্রস্তুতি নিচ্ছে গ্রিক কর্তৃপক্ষ৷
তুরস্ক সীমান্তে গ্রিসের ৩৫ কিলোমিটার লম্বা একটি বেড়া রয়েছে৷ এই সীমান্ত প্রাচীর আরো একটু প্রসারিত করতে চায় দেশটি৷ গ্রিসের নাগরিক সুরক্ষা মন্ত্রী টাকিস থিওডোরিকাকোস রোববার নিউজ চ্যানেল স্কাইকে এ কথা জানান৷
সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর তুরস্কে বাস করা লাখ লাখ সিরীয় শরণার্থীর প্রতি বিদ্বেষ বেড়েছে৷ এসব শরণার্থীদের কারো কারো বিরুদ্ধে ভূমিকম্পের ধ্বংসলীলা ও বিশৃঙ্খলার সুযোগে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে৷
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষের জন্য নিজেদের ভিসা প্রক্রিয়া সহজ করেছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি৷ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জার্মানিতে থাকা আত্মীয়-স্বজনের কাছে আশ্রয় নেয়ার সুযোগ করে দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আমলাতান্ত্রিক জটিলতা কমানো এই নতুন পদ্ধতির উদ্দেশ্য হলেও সিরিয়ানদের জন্য বিষয়টি এখনও একটু কঠিন৷