মানবপাচার: উত্তর মেসিডোনিয়ায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তাসহ ৯ ব্যক্তি
মেসিডোনিয়ার ওই নাগরিকরা অন্তত ৮৬ জনকে পাচার করেছে বলে অনুমান করছে পুলিশ৷ তাদের প্রত্যেককে বলকান অঞ্চলে স্থানান্তরের জন্য হাজার ডলার নেয়া হয়েছিল।
মেসিডোনিয়ার ওই নাগরিকরা অন্তত ৮৬ জনকে পাচার করেছে বলে অনুমান করছে পুলিশ৷ তাদের প্রত্যেককে বলকান অঞ্চলে স্থানান্তরের জন্য হাজার ডলার নেয়া হয়েছিল।
উত্তর মেসিডোনিয়ার পুলিশ জানিয়েছে, গ্রিস থেকে দেশটিতে বেআইনিভাবে প্রবেশ করতে চাওয়া প্রায় চারশ অভিবাসীর প্রবেশ আটকে দেয়া হয়েছে। পশ্চিম বলকান রুটে অনিয়মিত অভিবাসন বন্ধে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর মেসিডোনিয়া কর্তৃপক্ষ।
ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর মেসিডোনিয়া সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে বুধবার একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স সদস্যদের মোতায়েনের বিষয়ে সমঝোতা হয়েছে।
নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় গ্রিস ও তুরস্ক সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ১৪২জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির পুলিশ৷
ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে অভিবাসনের প্রত্যাশায় নর্থ মেসিডোনিয়ায় অবস্থানরত অভিবাসী, শরণার্থীদের পাঁচ দশমিক ছয় শতাংশ বাংলাদেশি৷ আইওএম এর এক জরিপে এমন তথ্য উঠে এসেছে৷
উত্তর মেসিডোনিয়ার পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, গ্রিস থেকে যাত্রা করা সিরীয় অভিবাসীদের বহনকারী একটি ট্রাক উল্টে ৩৫ জন আহত হয়েছেন৷ আহতদের সবাই অনিয়মিত অভিবাসী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন৷
নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলে একটি ট্রাক থেকেই ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ৷ তাদের মধ্যে আছেন পাকিস্তান, ভারত ও সিরিয়ার নাগরিক৷
উত্তর মেসিডোনিয়ায় একটি অভিবাসী বোঝাই গাড়ি থেকে ২৪ অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসীদের সাথে থাকা দুই সন্দেহভাজন স্থানীয় পাচারকারীকেও আটক করেছে পুলিশ।
উত্তর মেসিডোনিয়ার পুলিশ জানিয়েছে, গ্রিস সীমান্তের কাছে ১৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে৷ নজরদারি বাহিনী এই অভিবাসীদের দেখতে পায়৷ একটি গাড়িতে ছিলেন তারা৷ ওই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে৷
গ্রিস, সার্বিয়া হয়ে নর্থ মেসিডোনিয়ায় আসা অভিবানপ্রত্যাশীদের ঠেকাতে কড়াকড়ি আরোপ করেছে দেশটি৷ অনেককেই আটক করে ফেরত পাঠাচ্ছে কর্তৃপক্ষ৷ অভিবাসনপ্রত্যাশীরা বলকান অঞ্চলে বেছে নিচ্ছেন নতুন পথও৷