উত্তর মেসিডোনিয়ায় দুই পাচারকারীসহ ২৪ অভিবাসী আটক
উত্তর মেসিডোনিয়ায় একটি অভিবাসী বোঝাই গাড়ি থেকে ২৪ অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসীদের সাথে থাকা দুই সন্দেহভাজন স্থানীয় পাচারকারীকেও আটক করেছে পুলিশ।
উত্তর মেসিডোনিয়ায় একটি অভিবাসী বোঝাই গাড়ি থেকে ২৪ অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসীদের সাথে থাকা দুই সন্দেহভাজন স্থানীয় পাচারকারীকেও আটক করেছে পুলিশ।
উত্তর মেসিডোনিয়ার পুলিশ জানিয়েছে, গ্রিস সীমান্তের কাছে ১৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে৷ নজরদারি বাহিনী এই অভিবাসীদের দেখতে পায়৷ একটি গাড়িতে ছিলেন তারা৷ ওই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে৷
গ্রিস, সার্বিয়া হয়ে নর্থ মেসিডোনিয়ায় আসা অভিবানপ্রত্যাশীদের ঠেকাতে কড়াকড়ি আরোপ করেছে দেশটি৷ অনেককেই আটক করে ফেরত পাঠাচ্ছে কর্তৃপক্ষ৷ অভিবাসনপ্রত্যাশীরা বলকান অঞ্চলে বেছে নিচ্ছেন নতুন পথও৷