নাইজার

নাইজারের সাহারা মরুভূমিতে আগদেজ অঞ্চলে আইওএম পরিচালিত ট্রানজিট সেন্টারে অবস্থানরত মালিয়ান অভিবাসীদের প্রতিনিধি হিসাবে বেছে নেওয়া হয়েছে অভিবাসী ইব্রাহিমাকে। ছবি: আওএম
লিবিয়া ও নাইজারের সীমান্তবর্তী মরুভূমিতে 
 অনিয়মিত অভিবাসীদের পরিবহনের দৃশ্য। ছবি: রেড়িও ফ্রান্স ইন্টারন্যাশনাল (আরএফআই)
অভিবাসীরা পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের বিপজ্জনক পথে পাড়ি দেয়,ফলে আটলান্টিকের পথে মৃতের সংখ্যা বাড়ছে৷ সূত্র: রয়টার্স ভিডিও থেকে স্ক্রিনগ্র্যাব
(ফাইল ছবি) নাইজার থেকে লিবিয়ার উদ্দেশ্যে যাত্রারত একদল অভিবাসী। যারা লিবিয়া থেকে  ইউরোপে পোঁছানোর চেষ্টা করবেন। ছবিটি ২০১৫ সালে তোলা। ছবি: এএফপি
(ফাইল ছবি) নাইজার থেকে লিবিয়ার উদ্দেশ্যে যাত্রারত একদম অভিবাসী। যারা লিবিয়া থেকে  ইউরোপে পোঁছানোর চেষ্টা করবেন। ছবিটি ২০১৫ সালে তোলা। ছবি: এএফপি
লিবিয়া সীমান্তে সাহারা মরুভূমিতে অভিবাসীদের একটি দল। ছবি: রয়টার্স
নাইজারের বিভিন্ন মরুভূমিতে পাচারকারীরা প্রায়শই অভিবাসীদের ফেলে চলে যায়। ছবি: এলার্ম ফোন সাহারা
নাইজারে অবস্থানরত কয়েকজন অভিবাসী। ছবি: মেহেদি শেবিল/ইনফোমাইগ্রেন্টস