ইব্রাহিমার গল্প: অভিবাসী থেকে ট্রানজিট কেন্দ্রের প্রতিনিধি
মালির নাগরিক অভিবাসী ইব্রাহিমাকে সাহারা মরুভূমির কেন্দ্রস্থল নাইজারের শহর আগাদেজেতে অবস্থিত একটি ট্রানজিট কেন্দ্রের প্রতিনিধি হিসাবে বেছে নেওয়া হয়েছে। অভিবাসী বিষয়ক এই ট্রানজিট কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে আছে আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম)।