ডাচ সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন গ্রিক প্রধানমন্ত্রী
গ্রিসের অভিবাসন নীতি নিয়ে এক ডাচ সাংবাদিকের করা প্রশ্নের জবাব দিতে গিয়ে রেগে গেলেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকস মিৎসোতাকিস৷ ডাচ প্রধানমন্ত্রী মার্ক ব়্যুটের এথেন্স সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘটনা ঘটে৷