পর্তুগালে বঞ্চনার শিকার অভিবাসী কৃষিশ্রমিকরা
পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় এলাকা আলেনটেজোকে বলা হয় সোনার খনি৷ তবে সোনা নয়, এ অঞ্চলটি সুস্বাদু ফল উৎপাদনের জন্য খ্যাত৷ এখান থেকে ইউরোপের নানা দেশে ফলের চাহিদা মেটানো হয়৷ এখানকার কৃষি খামারগুলোতে কাজ করছেন বিপুল অভিবাসী শ্রমিক৷