পোলিশ সীমান্তে আশ্রয়প্রার্থী নারীর মরদেহ
পোলিশ-বেলারুশ সীমান্তবর্তী জঙ্গলে অভিবাসনপ্রত্যাশী এক ইথিওপিয়ান নারীর মরদেহ পাওয়া গেছে৷
পোলিশ-বেলারুশ সীমান্তবর্তী জঙ্গলে অভিবাসনপ্রত্যাশী এক ইথিওপিয়ান নারীর মরদেহ পাওয়া গেছে৷
একদিকে ইস্পাতের প্রাচীর, অন্যদিকে অমানবিক পরিস্থিতি৷ পোল্যান্ড-বেলারুশ সীমান্তে আটকা পড়া অভিবাসী, শরণার্থীরা দিন পার করছেন ঝুঁকিপূর্ণ পরিবেশে৷
আগামী বছরের মার্চ থেকে ইউক্রেনীয় শরণার্থীদের জন্য নির্ধারিত আবাসন ও আশ্রয়কেন্দ্রগুলোর খরচ বাবদ নির্দিষ্ট ফি নেবে পোল্যান্ড৷ সরকারের মতে, বর্তমানে অর্থনৈতিক সমস্যায় থাকা পোল্যান্ডের জন্য এটি হবে অর্থ সাশ্রয়ের একটি সমাধান৷
পোল্যান্ডের সীমান্তরক্ষীবাহিনী মঙ্গলবার বেলারুশ সীমান্তের একটি জলাভূমি থেকে ১০ জন অভিবাসীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। ওয়ারশ সতর্ক করেছে এই সীমান্ত এলাকায় নতুন অভিবাসী সংকট শুরু হতে পারে।
বুধবার পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি রাশিয়ার কালিনিনগ্রাদের সীমান্ত বরাবর একটি অস্থায়ী প্রাচীর নির্মাণের নির্দেশ দিয়েছেন।
জার্মান ফেডারেল পুলিশ এবং জার্মান-পোলিশ সীমান্তের শুল্কবিভাগের কর্মকর্তারা শুক্রবার একটি রেফ্রিজারেটেড লরি থেকে ১৮ জন অভিবাসীকে উদ্ধার করেছেন। অভিবাসী ওই দলে দুই শিশু এবং দুজন সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্কও ছিল।
বেলারুশ সীমান্তে নির্মিত পাচঁ মিটারেরও বেশি উচ্চতার নতুন সীমান্ত প্রাচীর বৃহস্পতিবার উদ্বোধন করেছেন পোলিশ প্রধানমন্ত্রী। এক বছর ধরে প্রতিবেশী বেলারুশ থেকে আসা অনিয়মিত অভিবাসন এবং সীমান্তে সহিংস পরিবেশকে সম্পূর্ণরূপে রোধ করার জন্য এই প্রাচীর গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে দাবি পোল্যান্ডের।
আগামী ১ জুলাই থেকে বেলারুশ সীমান্তে জারি খাকা জরুরি অবস্থা তুলে নেবে বলে জানিয়েছে পোলিশ সরকার। অভিবাসীদের অবৈধ পারাপার বন্ধ করার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি নতুন প্রাচীর নির্মাণের কাজ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই সিদ্ধান্ত নিল পোলিশ কর্তৃপক্ষ।
ইউক্রেনে যুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে আসা শরণার্থীদের সাহায্যে বরাদ্দ বাড়াতে ইউরোপীয় কমিশনের কাছে চিঠি দিয়েছে ১০ টি সদস্য দেশ৷ চিঠিটির একটি অনুলিপি এসেছে বার্তা সংস্থা ডিপিএ-এর হাতে৷
ইউক্রেনের যুদ্ধ থেকে ইতিমধ্যেই ৫০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দপ্তর (ইউএনএইচসিআর)। এছাড়া দেশটিতে অবস্থানরত প্রায় ৭১ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে ইউক্রেনের কম ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে আশ্রয় নিয়েছেন।
ঊনত্রিশটি ট্যাক্সির একটি বহর মাদ্রিদ থেকে যাওয়া-আসা মিলিয়ে ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পোলিশ সীমান্ত থেকে ১৪০ জন ইউক্রেনীয়কে স্পেনে নিয়ে গেছে৷
২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত পোল্যান্ডে এসেছেন প্রায় ৩৫ লাখ ইউক্রেনীয় শরণার্থী৷ সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে ছোট বড় প্রায় সব এনজিও ও অভিবাসন বিষয়ক সংস্থা৷ তবে ইউক্রেনীয় শরণার্থীদের পোল্যান্ডসহ ইইউ দেশগুলোতে ক্যাটারিং শিল্পে কাজ খুঁজে পেতে সাহায্য করছে ‘প্যারাবেরে ফোরাম’।