বেলজিয়াম: আধুনিক দাসত্বের শিকার বাংলাদেশ, ফিলিপাইনের ৫৫ নাগরিক
বেলজিয়ামের আন্টভের্পেন বা অঁভের্স (ফরাসি) বন্দরের পাশে নির্মাণাধীন একটি স্থাপনায় শ্রমশোষণের শিকার ৫৫ জন ফিলিপিনো এবং বাংলাদেশি অভিবাসী শ্রমিকের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ৷ মঙ্গলবার স্থানীয় প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই ঘটনায় আইনি তদন্ত শুরু করেছে বিচার বিভাগ৷