ফ্রান্সে গাড়িতে ২৩ অনিয়মিত অভিবাসীর খোঁজ, গ্রেপ্তার দুই পাচারকারী
ফ্রাঙ্কো-ইটালীয় সীমান্ত থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সোসপেল নামক এলাকায় একটি ভ্যানে থাকা ২৩ জন অনিয়মিত অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করেছে ফরাসি পুলিশ। পাশাপাশি এসব অভিবাসীদের ইটালি থেকে ফ্রান্সে পাচারে সহায়তা করা দুই মানব পাচারকারীকে গ্রেফতার করে কারাদণ্ড দেয়া হয়েছে।