‘একটি অসাধারণ জায়গা’: আশ্রয়প্রার্থীদের শান্তির আশ্রয়স্থল ফরাসি গ্রাম লুজি
২০১৮ সাল থেকে আশ্রয়প্রার্থীদের স্বাগত জানাচ্ছে এক হাজার ৯০০ বাসিন্দার ফরাসি গ্রাম লুজি। আশ্রয় আবেদন চলাকালে অস্থায়ীভাবে আশ্রয়প্রার্থী গ্রহণের এই উদ্যোগের পাঁচ বছর পর, সেন্ট্রাল ফ্রান্সের এই গ্রামটির অতীতের সিদ্ধান্ত নিয়ে কোন অনুশোচনা নেই। শ্রমিক সংকট ও মূল শহর থেকে বেশ দূরে অবস্থিত হওয়ায় এই গ্রামটি আশ্রয়প্রার্থীদের ‘ইন্টিগ্রেশন’ নিয়ে এক প্রকার বাজি ধরেছিল।