ক্রোয়েশিয়া: সীমান্ত প্লাবিত হয়ে মৃত তিন অভিবাসী
ক্রোয়েশিয়া এবং বসনিয়া-হ্যারত্সেগোভিনার মধ্যে সীমান্ত এলাকা প্লাবিত হয়ে তিন অভিবাসীর মৃত্যু হয়েছে।
ক্রোয়েশিয়া এবং বসনিয়া-হ্যারত্সেগোভিনার মধ্যে সীমান্ত এলাকা প্লাবিত হয়ে তিন অভিবাসীর মৃত্যু হয়েছে।
বসনিয়া সীমান্তের কাছে বন্যাকবলিত একটি এলাকায় আটকা পড়া দশ অভিবাসীকে উদ্ধার করেছে ক্রোয়েশিয়া পুলিশ৷ সোমবার এক বিবৃতিতে তারা এই তথ্য নিশ্চিত করেছে৷
আফগানিস্তান থেকে এক উদ্ধার ফ্লাইটে তুরস্ক পৌঁছান নিলুফার৷ সেখানে বসবাসের অনুমতিও পেয়েছিলেন তিনি৷ কিন্তু সেই অনুমতি একসময় শেষ হয়ে যায়৷ তারপর তুরস্কে কাজের সুযোগ না পেয়ে বলকান রুট ধরে ইউরোপে প্রবেশের চেষ্টা শুরু করেন নিলুফার৷ চলুন জানা যাক তার গল্প:
বসবাসের অনুমতি না থাকা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরুর ঘোষণা দিয়েছে বসনিয়া অ্যান্ড হ্যারৎসেগোভিনা৷ পরাীক্ষামূলকভাবে দুইজন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ৷ বলকান রুটের দেশটি এতদিন ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার হলেও সেখানে আশ্রয় আবেদনে আগ্রহীর সংখ্যাও বেড়ে চলেছে, যার মধ্যে শীর্ষে বাংলাদেশিরা৷
বসনিয়ার মিরাল ক্যাম্প থেকে শরণার্থী ও অভিবাসীদের সরিয়ে জনবিচ্ছিন্ন লিপা ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নো নেম কিচেন’৷ ফেসবুক ও টুইটারে এ সংক্রান্ত ছবি প্রকাশের পাশাপাশি গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি৷
বসনিয়া ও হ্যারৎসেগোভিনার উনা-সানা অঞ্চল দিয়ে অনিয়মিত উপায়ে অস্ট্রিয়া প্রবেশের প্রচলিত পথে অভিবাসীদের আগমন কমেছে৷ তার বদলে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে বলকান রুটে অভিবাসীরা নতুন পথ খুঁজে নিচ্ছেন৷
ইউরোপের দেশগুলোতে পাড়ি জমানোর উদ্দেশ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা বসনিয়ায় পৌঁছাতে গিয়ে নানা নির্যাতন ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন৷ ৮০ শতাংশ অভিবাসীই যাত্রাপথে চুরি, ডাকাতি, শারীরিক বা মানসিক কোনো না কোন সমস্যার মুখোমুখি হয়েছেন৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে৷
বসনিয়ার সবচেয়ে বড় অভিবাসী ক্যাম্প ব্লাজুয়-এ (নিউ ক্যাম্প) এখনো রয়েছেন ১০০-এর কাছাকাছি বাংলাদেশি৷ এদের মধ্যে রয়েছেন ক্রোয়েশিয়া সীমান্তে আহতদের কয়েকজন৷ নিউ ক্যাম্প থেকে ডয়চে ভেলে বাংলার প্রতিবেদকের বিশেষ প্রতিবেদন৷
বসনিয়া-সার্বিয়া সীমান্তের জেভরনিকে নির্মাণকর্মী হিসেবে কাজ করছেন বেশ কয়েকজন বাংলাদেশি৷ বৈধ ভিসাতে এখানে কাজ করতে এসেছেন তারা৷ দেশে পাঠাচ্ছেন লাখ টাকা৷
২০২০ সালের নভেম্বরে ডয়চে ভেলের সংবাদকর্মীরা বসনিয়ার ভেলিকা ক্লাদুসা এলাকা পরিদর্শনকালে দেশটির সীমান্তবর্তী জঙ্গলে আটকে থাকা প্রায় ছয়শ বাংলাদেশির অবর্নণীয় কষ্টের কথা তুলে ধরেছিলেন৷
ইউরোপে প্রবেশের অপেক্ষায় বলকান রুটে বসনিয়ার লিপা অভিবাসী ক্যাম্পে বাস করা এক বাংলাদেশি ডয়চে ভেলের কাছে এভাবেই নিজের দুর্দশার বর্ণনা দিলেন৷
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বসনিয়া-হ্যারৎসেগোভিনা সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের উপর নির্যাতনের অভিযোগ করেছে ইউরোপিয়ান কাউন্সিল৷