বুলগেরিয়ায় মানবপাচারের বিরুদ্ধে ‘হাওয়ালা’ অভিযান
অনিয়মিত অভিবাসীদের পাচারের বিরুদ্ধে ‘হাওয়ালা’ নামে বড় আকারের একটি যৌথ অভিযান পরিচালনা করেছে বুলগেরিয়া৷ সোমবার দেশজুড়ে এই অভিযান চালায় সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রসিকিউটর অফিস৷
অনিয়মিত অভিবাসীদের পাচারের বিরুদ্ধে ‘হাওয়ালা’ নামে বড় আকারের একটি যৌথ অভিযান পরিচালনা করেছে বুলগেরিয়া৷ সোমবার দেশজুড়ে এই অভিযান চালায় সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রসিকিউটর অফিস৷
বুলগেরিয়া আঞ্চলিক পুলিশ দপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর স্লিভেন থেকে ৯০ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটকৃতদের উদ্দেশ্য ছিল অনিয়মিত উপায়ে শেঙ্গেন জোনে প্রবেশের পর পশ্চিম ইউরোপের দেশগুলোতে পৌঁছানো।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী জানুয়ারি থেকে ইউরোপের অবাধ চলাচলের কাঙ্খিত শেঙেন জোনে প্রবেশ করবে ক্রোয়েশিয়া৷ বৃহস্পতিবার ইইউর রাষ্ট্রগুলি এই যোগদানের অনুমোদন দিয়েছে৷ তবে শেঙেনে প্রবেশে ইইউ’র অন্য দুই দেশে রোমানিয়া এবং বুলগেরিয়ার আবেদন প্রত্যাখাত হয়েছে৷
চলতি বছরের অক্টোবরে বুলগেরিয়া সীমান্তে একজন সিরীয় অভিবাসীকে লক্ষ্য করে দেশটির পুলিশ গুলি চালানোর অভিযোগ আনে বেশ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যম। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে সোফিয়া।
দক্ষিণ পূর্ব বুলগেরিয়ায় সীমান্তবর্তী এলাকায় অনিয়মিত অভিবাসীদের একটি দলকে ধাওয়া করেছে দেশটির পুলিশ৷ পুলিশের ধাওয়ায় এক অন্তঃসত্ত্বা নারী অভিবাসী ও এক শিশু আহত হয়েছে৷
সার্বিয়া পুলিশের একটি বিশেষ অভিযানে ১০ সন্দেহভাজন মানবপাচার চক্রের সদস্যকে আটক করা হয়েছে। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ, তারা মাত্র এক মাসে অবৈধভাবে কমপক্ষে ৪০০ অভিবাসীকে বুলগেরিয়া থেকে সার্বিয়ায় পাচার করেছে।
চলতি বছরের প্রথম নয় মাসে বুলগেরিয়ায় ১২ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসীকে ধরা হয়েছে বলে জানিয়েছে বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়। শুধু সেপ্টেম্বর মাসে দুই হাজার ৮০০ জনকে আটক করা হয়।
বলকান রুট ব্যবহার করা মানবপাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত বড় একটি অভিযানে তিনশ ৮২জনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে ইইউ পুলিশ সংস্থা ইউরোপোল৷ অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইইউ’র প্রবেশদ্বার খ্যাত বুলগেরিয়া-তুর্কি সীমান্ত থেকে শুরু হয়ে পুরো পশ্চিম বলকান রুটে এই অভিযান চালানো হয়েছে৷
বুলগেরিয়া-তুর্কি সীমান্তে আংশিক জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সীমান্তবর্তী স্ভিলেনগ্রাদ এবং টপোলোভগ্রাদ শহরে অনিয়মিত অভিবাসীদের ব্যাপক আগমনের চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সোফিয়া।
একটি সন্দেহভাজন মানবপাচার চক্রের ১২ সদস্যকে আটক করার তথ্য জানিয়েছে বুলগেরিয়া কর্তৃপক্ষ৷ ২৫ আগস্ট একটি অভিবাসী বহনকারী ট্রাকের আঘাতে নিহত দুই পুলিশ সদস্যের মৃত্যুতে এই চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৮ আগস্ট) ১৪১ জন অভিবাসীকে সে দেশে প্রবেশে বাধা দিয়েছে বুলগেরিয়ার পুলিশ৷ অনুমতি ছাড়া তারা বুলগেরিয়ায় প্রবেশে চেষ্টা করেছিলেন বলে অভিযোগ৷
বৃহস্পতিবার অনিয়মিত অভিবাসীদের বহনকারী একটি গাড়ির ধাক্কায় দুই বুলগেরীয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্য অনুযায়ী পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।