ইংল্যান্ডে ৩৯ অভিবাসী মৃত্যুর ঘটনায় প্যারিসে বিচার শুরু
২০১৯ সালে বেলজিয়াম থেকে ইংল্যান্ডে পাচারকালে একটি ট্রাকে ৩৯ ভিয়েতনামী অভিবাসীর মৃত্যুর ঘটনায় ১৯ সন্দেহভাজনের বিরুদ্ধে প্যারিসে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এর আগে বেলজিয়াম ও ব্রিটেনের আদালতেও অন্য পাচারকারীদের দণ্ড দেয়া হয়।