বেলজিয়ামে ৫০০ আফগানের আশ্রয় আবেদন বাতিল
আফগানিস্তের পরিস্থিতির উন্নতি হয়েছে এমন বিবেচনায় কয়েকশ আফগানের আশ্রয় আবেদন বাতিল করেছে বেলজিয়াম সরকার৷
আফগানিস্তের পরিস্থিতির উন্নতি হয়েছে এমন বিবেচনায় কয়েকশ আফগানের আশ্রয় আবেদন বাতিল করেছে বেলজিয়াম সরকার৷
বেলজিয়ান সংবাদমাধ্যম ভিআরটি জানিয়েছে, মার্চ মাসে ৬৮০ জন আফগান নাগরিককে বেলজিয়াম ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷ শরণার্থী বিষয়ক দপ্তর মনে করে ২০২১-এর আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে৷
সম্প্রতি বেলজিয়ামে আসা ইউক্রেনীয় উদ্বাস্তুদের মধ্যে প্রায় ৬০০ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এসব কিশোর ও তরুণদের প্রশাসনিক কাজে সহায়তার জন্য প্রয়োজন একজন আইনি অভিভাবক বা টিউটর । কিন্তু ইউক্রেনীয়দের আগমনের বেশ আগে থেকেই বেলজিয়ামে এই পেশায় যথেষ্ট লোক নেই।
ইউরোপে আলোচিত লোটো লটারিতে জেতা আড়াই কোটি টাকা তুলতে পারছে না এক অভিবাসী। বেলজিয়ামে বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারেন নি এই ভুক্তভগী অভিবাসী। বর্তমানে একজন আইনজীবীর সাহায্যে আইনিভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছেন তিনি।
চলতি বছরে মার্চের শেষে আরও তিনটি নতুন ডিটেনশন সেন্টার (আটক কেন্দ্র) এবং একটি বহিষ্কার কেন্দ্র চালুর ঘোষণা করেছে বেলজিয়াম সরকার৷ এর ফলে নতুন ৫০০ট জায়গা যোগ হবে আটক কেন্দ্র গুলোতে৷ কয়েকটি অভিবাসন সংস্থা এবং বেশ কয়েকজন সংসদ সদস্য সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করেছে৷
ইউক্রেনীয় শরণার্থীদের জন্য বিশ্বব্যাপী জেগে ওঠা সংহতির সাথে যোগ দিয়েছে বেলজিয়ামও। ইউক্রেনীয়দের আশ্রয়ে আবেদন নিবন্ধনের জন্য বিশেষ ব্যবস্থাও চালু করা হয়েছে। এনজিও ও অভিবাসন সংস্থাগুলো এই উদ্যোগকে স্বাগত জানালেও অন্যান্য দেশের আশ্রয়প্রার্থদের জন্য একই কাঠামো না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে।
২০১৯ সালে বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পাচারকালে একটি ট্রাকে ৩৯ ভিয়েতনামী অভিবাসীর মৃত্যুর ঘটনার রায় দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালতে৷ রায়ে একজন ২৮ বছর বয়সি রোমানিয়ান নাগরিককে তিন বছর দশ মাসের কারাদণ্ড দিয়েছন বিচারক৷ এর আগে বেলজিয়ামেও একই ঘটনায় আরেকজন ভিয়েতনামি পাচারকারীকে দণ্ড দেয়া হয়েছিল।
আফগান আশ্রয়প্রার্থীদের জন্য রাজনৈতিক আশ্রয়ের অভ্যর্থনা নীতি কঠোর করেছে বেলজিয়াম। এখন থেকে আফগানিস্তানকে আর ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করবে না ব্রাসেলস। নতুন নিয়মের ফলে আফগান আশ্রয়প্রার্থীদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন গণহারে প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা রয়েছে।
বেলজিয়াম থেকে ফ্রান্সগামী একটি পণ্যবাহী ফ্রিজিং ট্রাকের চালক শুক্রবার পুলিশকে জানান তার গাড়ির পিছনে কিছু লোক ঢুকে পড়েছে। পুলিশ ট্রাকে থাকা একটি পরিবারসহ সাত ইরাকি অভিবাসীকে উদ্ধার করে। ট্রাকের ভেতর অত্যন্ত ঠান্ডা থাকা সত্ত্বেও সবাইকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
দুর্বল আশ্রয়ব্যবস্থার দায়ে প্রথমবারের মতো বেলজিয়াম সরকারকে নিন্দা ও জরিমানা করেছে ব্রাসেলসের একটি আদালত। দেশটির আশ্রয়কাঠামোর অভ্যর্থনা ব্যবস্থা কয়েক মাস ধরে খুব খারাপ অবস্থায় পৌঁছেছে। আশ্রয়প্রার্থীদের অধিকার রক্ষা করা না হলে প্রতিদিন ১০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা প্রদানের ঝুঁকিতে রয়েছে সরকার।
আশ্রয়প্রার্থীদেরকে শ্রমবাজারে যুক্ত করতে ‘ক্যাটারিং এন্ড হোটেল ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ দিচ্ছে বেলজিয়াম সরকার৷ এর ফলে আশ্রয়প্রার্থীরা তাদের আবেদন যাচাইবাছাই প্রক্রিয়ার সময়টাতে নতুন কিছু শিখতে ও শ্রমবাজারে অবদান রাখতে সক্ষম হচ্ছেন৷
২০১৯ সালে যুক্তরাজ্যে একটি লরিতে পাচারের শিকার ৩৯ ভিয়েতনামির মৃত্যুর ঘটনার মামলার রায় ঘোষণা করেছে বেলজিয়ামের একটি আদলাত৷ রায়ে ভো ভ্যান হং নামে ৪৫ বছর বয়সি এক ভিয়েতনামি নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড এবং প্রায় দশ লাখ ডলার জরিমানা করা হয়েছে৷