পোলিশ সীমান্তে আশ্রয়প্রার্থী নারীর মরদেহ
পোলিশ-বেলারুশ সীমান্তবর্তী জঙ্গলে অভিবাসনপ্রত্যাশী এক ইথিওপিয়ান নারীর মরদেহ পাওয়া গেছে৷
পোলিশ-বেলারুশ সীমান্তবর্তী জঙ্গলে অভিবাসনপ্রত্যাশী এক ইথিওপিয়ান নারীর মরদেহ পাওয়া গেছে৷
পোল্যান্ডের পূর্বাঞ্চলের বেলারুশ সীমান্ত থেকে তিন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আরো মৃতদেহ থাকতে পারে এমন শঙ্কায় সেখানে তৎপরতা চালাচ্ছে পুলিশ৷
একদিকে ইস্পাতের প্রাচীর, অন্যদিকে অমানবিক পরিস্থিতি৷ পোল্যান্ড-বেলারুশ সীমান্তে আটকা পড়া অভিবাসী, শরণার্থীরা দিন পার করছেন ঝুঁকিপূর্ণ পরিবেশে৷
বেলারুশের থেকে লাটভিয়ায় আসার সময় এক আফগান অভিবাসীর মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকার বেড়ার একটি গর্ত দিয়ে প্রবেশের সময় হাইপোথারমিয়ায় আক্রান্ত হন ওই ব্যক্তি। অপর এক আফগান ব্যক্তির সঙ্গে তাকে সীমান্ত দিয়ে পাচার করা হয়েছিল, বলে জানা গিয়েছে।
বেলারুশ থেকে লিথুয়ানিয়ার দিকে ঠেলে দেয়া আরেক অভিবাসী ফ্রস্টবাইটে তার পা হারিয়েছেন বলে জানিয়েছে লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম৷
পোল্যান্ডের সীমান্তরক্ষীবাহিনী মঙ্গলবার বেলারুশ সীমান্তের একটি জলাভূমি থেকে ১০ জন অভিবাসীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। ওয়ারশ সতর্ক করেছে এই সীমান্ত এলাকায় নতুন অভিবাসী সংকট শুরু হতে পারে।
বেলারুশ সীমান্তে সাড়ে পাঁচশ কিলোমিটার জুড়ে ‘দুর্ভেদ্য বেড়া’ নির্মাণের কাজ শেষ করেছে লিথুয়ানিয়া৷ সোমবার এই ঘোষণা দিয়েছে দেশটি৷ এদিকে বেলারুশের সঙ্গে সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করেছে আরেক প্রতিবেশী লাটভিয়াও৷
বেলারুশ সীমান্তে নির্মিত পাচঁ মিটারেরও বেশি উচ্চতার নতুন সীমান্ত প্রাচীর বৃহস্পতিবার উদ্বোধন করেছেন পোলিশ প্রধানমন্ত্রী। এক বছর ধরে প্রতিবেশী বেলারুশ থেকে আসা অনিয়মিত অভিবাসন এবং সীমান্তে সহিংস পরিবেশকে সম্পূর্ণরূপে রোধ করার জন্য এই প্রাচীর গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে দাবি পোল্যান্ডের।
আগামী ১ জুলাই থেকে বেলারুশ সীমান্তে জারি খাকা জরুরি অবস্থা তুলে নেবে বলে জানিয়েছে পোলিশ সরকার। অভিবাসীদের অবৈধ পারাপার বন্ধ করার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি নতুন প্রাচীর নির্মাণের কাজ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই সিদ্ধান্ত নিল পোলিশ কর্তৃপক্ষ।
ইউক্রেনের যুদ্ধ থেকে ইতিমধ্যেই ৫০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দপ্তর (ইউএনএইচসিআর)। এছাড়া দেশটিতে অবস্থানরত প্রায় ৭১ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে ইউক্রেনের কম ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে আশ্রয় নিয়েছেন।
স্থান সংকুলান না হওয়া, স্বাস্থ্যবিধি এবং যথাযথ যত্নের অভাবসহ পোল্যান্ডের আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত আশ্রয়প্রার্থীদের সাথে নানা ধরনের অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা এমন বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে পোলিশ মানবাধিকার কমিশনের দেয়া প্রতিবেদনগুলোর পরিণতি ইতিমধ্যে দৃশ্যমান।
বেলারুশ সীমান্তে ৩৫ কোটি ৩০ লাখ ইউরো খরচ করে স্থায়ী দেয়াল তুলতে শুরু করেছে পোল্যান্ড৷ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং দেশটি থেকে অনিয়মিত অভিবাসীদের বাইরে রাখতে এই বাধা সৃষ্টি করা হচ্ছে৷