ভারতের প্রযুক্তিবিদদের ভিসা প্রক্রিয়া সহজ করছে জার্মানি
অভিবাসনে আগ্রহী ভারতের তথ্যপ্রযুক্তিবিদদের সুখবর দিল জার্মানি৷ যারা জার্মানিতে এসে নিজের ক্যরিয়ার গড়তে চান তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশটি৷
অভিবাসনে আগ্রহী ভারতের তথ্যপ্রযুক্তিবিদদের সুখবর দিল জার্মানি৷ যারা জার্মানিতে এসে নিজের ক্যরিয়ার গড়তে চান তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশটি৷
৩২০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পর্তুগাল থেকে বেলজিয়ামে পাচারের অভিযোগে দুই ভারতীয় পাচারকারীকে দশ মাসের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। তাদেরকে পাঁচ বছরের জন্য ফ্রান্সে প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
গত বছর রোমানিয়ায় ১২ হাজার ৩০০টিরও বেশি আশ্রয় আবেদন নিবন্ধিত হয়েছে। ইউক্রেনীয়দের পর দেশটিতে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন করেছেন যথাক্রমে ভারত, বাংলাদেশ, সিরিয়া ও পাকিস্তানের নাগরিকেরা। সর্বমোট এক হাজার ৩৬৪ জন বাংলাদেশি ২০২২ সালে রোমানিয়ার আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন।
সার্বিয়া ভিসা ব্যবস্থায় কড়াকড়ি আরোপের কারণে গোটা বলকান রুটেই অভিবাসনের চিত্রে তার প্রভাব পড়েছে৷ অস্ট্রিয়া জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই পথে তাদের সীমান্তে প্রবেশ উল্লেখযোগ্য হারে কমেছে৷
ফ্রান্সের বুরগন শহরের একটি মহাসড়ক থেকে সম্প্রতি আটক হওয়া ২৯ ভারতীয় অভিবাসীর মধ্যে ২৪ জনকে ‘ওকিউটিএফ’ বা ফ্রান্স ত্যাগের নোটিশ দেয়া হয়েছে৷ অভিবাসীদের মধ্যে বাকি পাঁচ জন আশ্রয় আবেদনের অনুমতি পেয়েছেন৷
ভারতীয় অভিবাসীর সংখ্যা বাড়ছে অস্ট্রিয়ায়৷ তাই ভারতের সঙ্গে অভিবাসন নিয়ে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হলো অস্ট্রিয়া। শ্রমবাজারে বৈধ অভিবাসনের আইনি বিকল্পের বিনিময়ে অনিয়মিত ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেয়া হবে।
গত পাঁচ মাসে ৬৮ হাজারের বেশি অনিয়মিত পথে আসা অভিবাসী ও আশ্রয়প্রার্থীকে আটক করেছে অস্ট্রিয়া৷ এদের একটি বড় অংশ দক্ষিণ এশীয় যারা উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন৷
পশ্চিম বলকান দেশগুলো হয়ে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে একসঙ্গে জোরদার কার্যক্রম চালাবে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড৷ বুধবার দুই দেশের সরকারের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে গত এক মাসে ১৬৫ জনকে গ্রেপ্তার করেছে ইউরোপীয় ইউনিয়নের দ্বীপরাষ্ট্র মাল্টা৷ এরমধ্যে আছেন বাংলাদেশিরাও৷ এদিকে গ্রেপ্তারকৃতদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী৷
গত বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জোটের বাইরের প্রায় ৩০ লাখ অভিবাসী প্রথমবারের মতো বসবাসের অনুমতি পেয়েছেন, যা গত বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি৷ ইটালিতে অনুমতিপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন শীর্ষ পাঁচে৷
নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলে একটি ট্রাক থেকেই ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ৷ তাদের মধ্যে আছেন পাকিস্তান, ভারত ও সিরিয়ার নাগরিক৷
ভারতের পশ্চিমবঙ্গের এক দম্পতিকে দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ভুয়া বাংলাদেশি নাগরিকত্বের মাধ্যমে তারা ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পেয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন। অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে পাসপোর্ট জালিয়াতি ও জাল নথি ব্যবহারের দায়ে মামলা দায়ের করা হয়েছে।